নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে হামলা চালিয়ে ৪৯ জনের প্রাণহানির ঘটনায় ক্ষোভে ফুঁসছে মুসলিম বিশ্ব। মুসলিমবিদ্বেষ ও অভিবাসীদের প্রতি ঘৃণা থেকে জন্ম এ হামলায় বিশ্বজুড়ে ঘৃণা, ভয়, ক্ষোভ ছড়িয়ে পড়েছে। এদিকে এ ঘটনার পর বিশ্বের বেশ কিছু দেশের মসজিদগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ঘটনার পরপরই যুক্তরাষ্ট্রের মসজিদগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়। নিউজিল্যান্ডের মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনার চৌদ্দ ঘন্টা পর শুক্রবার জুমার নামাজের সময় যুক্তরাষ্ট্রের মসজিদগুলোতে ছিল ভীতিকর পরিবেশ। তবে যেকোন পরিস্থিতি মোকাবিলায় মসজিদগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। মুসজিদের আশেপাশে পুলিশি পাহারা বসানো হয়।
বাংলাদেশি অধ্যুষিত এলাকা নিউইয়র্কের জ্যামাইকা মুসলিম সেন্টার মসজিদে যান পুলিশ কমিশনার জেমস ও'নীল। তিনি বলেন, হেট ক্রাইম রুখতে সতর্ক আছে পুলিশ। আমরা নিউইয়র্কে মুসলমানদের পাশে আছি। এ ধরনের ঘটনা রুখতে পুলিশ সদা সতর্ক অবস্থায় রয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        