মেক্সিকোর উপকূলীয় রাজ্য ভেরাক্রুজে একটি বারে বন্দুকধারীদের হামলায় ৫ নারী ও এক শিশুসহ মোট ১৩জন নিহত হয়েছেন। এই হামলার উদ্দেশ্য সম্বন্ধে এখনো জানতে পারেনি দেশটির আইন-শৃঙ্খলা বাহিনী।
শুক্রবার স্থানীয় সময় রাতে মিনাতিতলান শহরের দক্ষিণপূর্বে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
শনিবার ভেরাক্রুজ রাষ্ট্রের সরকারি নিরাপত্তা সচিব গুরিরেজ মালডোনাডো এক টুইটবার্তায় বলেন, এই ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযানে নেমেছে দেশের আইন-শৃঙ্খলা বাহিনী।
জানা যায়, একটি পারিবারিক পার্টিতে অজ্ঞাত বন্দুকধারীরা প্রথমে এক ব্যক্তি ঢুকে এল বেকি নামে এক ব্যক্তির খোঁজ করেছিলেন। যিনি ওই বারের মালিক ছিলেন। কিছুক্ষণ পরই তারা নির্বিচারে গুলি চালানো শুরু করেন। হামলায় ৫ নারী ও এক শিশুসহ মোট ১৩জন নিহত হন।
গত এক যুগে মাদক ব্যবসায়ীদের বিশাল বহরের সঙ্গে নিরাপত্তারক্ষীদের সংঘর্ষে মেক্সিকোতে দুই লাখেরও বেশি নাগরিকের মৃত্যুর পর সহিংসতা কমানোর প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে জয়ী হয়েছিলেন ওব্রাদর।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন