২৬ মে, ২০১৯ ১২:৫২

নাশকতা ঘটাতে শ্রীলঙ্কা থেকে ভারতে ঢুকে পড়েছে ১৫ জঙ্গি

অনলাইন ডেস্ক

নাশকতা ঘটাতে শ্রীলঙ্কা থেকে ভারতে ঢুকে পড়েছে ১৫ জঙ্গি

নাশকতা ঘটাতে ভারতে ঢুকছে আইএস জঙ্গিরা? সাম্প্রতিক গোয়েন্দা রিপোর্ট সেই আশঙ্কার ইঙ্গিত দিচ্ছে।

শ্রীলঙ্কা থেকে জলপথে ভারতে ঢুকতে চলেছে আইএস জঙ্গিরা। গোয়েন্দা সংস্থাগুলোর কাছে এমন খবর এসেছে।

রিপোর্টে বলা হয়েছে, শ্রীলঙ্কা থেকে আইএস জঙ্গিরা নৌকা করে লাক্ষাদ্বীপ উপকূলের দিকে রওনা দিয়েছে। সেখান থেকে দেশের অন্যত্র আস্তানা গড়বে। 

এদিকে এরই মধ্যে উপকূলবর্তী এলাকা বিশেষ করে কেরালা উপকূলে হাই অ্যালার্ট জারি হয়েছে। উপকূলবর্তী সমস্ত থানা ও উপকূলরক্ষী বাহিনীকে আরও সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

কেরালা পুলিশের এক শীর্ষ কর্তা জানান, শ্রীলঙ্কায় জঙ্গি হামলার পরই উপকূলবর্তী এলাকায় অ্যালার্ট জারিই ছিল। তবে এইবার গোয়েন্দাদের কাছ থেকে নির্দিষ্ট কিছু ইনপুট এসেছে।

তিনি বলেন, উপকূলবর্তী সব থানাকে সতর্ক করা হয়েছে। সমুদ্রে কোনও সন্দেহজনক নৌকা দেখলেই যেন ব্যবস্থা নেওয়া হয়। মৎস্যজীবীদেরও সতর্ক করা হয়েছে। সন্দেহজনক কোনও গতিবিধি তাদের নজরে পড়লে যেন উপকূলরক্ষী বাহিনীকে তারা খবর দেন।

উল্লেখ্য, সানডে ইস্টারের দিন শ্রীলঙ্কার রাজধানী কলম্বোসহ বেশ কয়েকটি শহরে বিলাসবহুল হোটেল ও গির্জায় বোমা হামলা চালানো হয়। এতে নিহত হয় দুই শতাধিক।

সূত্র: আনন্দবাজার ও কলকাতা২৪

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর