শিরোনাম
প্রকাশ: ০০:০০, সোমবার, ০২ জুন, ২০২৫ আপডেট: ০০:১০, সোমবার, ০২ জুন, ২০২৫

বাড়ছে বন্যা, ৯ অঞ্চলে ঝড়ের শঙ্কা

খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারাজের ৪৪ গেট
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
বাড়ছে বন্যা, ৯ অঞ্চলে ঝড়ের শঙ্কা

টানা বর্ষণ এবং উজান থেকে নেমে আসা ঢলে বিভিন্ন নদনদীর পানি দ্রুত বেড়ে চলেছে। পাশাপাশি তলিয়ে যাচ্ছে নতুন নতুন এলাকা। এরই মধ্যে নদনদী সংলগ্ন নিম্নাঞ্চল পানিতে ডুবে গেছে। এতে করে জনদুর্ভোগ চরমে উঠেছে। পরিস্থিতি বিবেচনায় পার্বত্যাঞ্চলের প্রায় সব কটি পর্যটন কেন্দ্র বন্ধ রাখা হয়েছে। ৯ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এদিকে পানির প্রবাহ বাড়তে থাকায় তিস্তা ব্যারেজের ৪৪ গেট খুলে দেওয়া হয়েছে।

ঘটনায় গতকালও আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-

লালমনিরহাট : কয়েক দিনের অনবরত বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি প্রবাহ বেড়েছে। এতে তিস্তা নদীর উভয় তীরে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। উজানের পানির ঢল সামাল দিতে ব্যারাজের ৪৪টি গেট খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা নুরুল ইসলাম। গতকাল বিকাল ৩টায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার অবস্থিত দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানির প্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ৮০ মিটার। যা বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে সকাল ৬টায় ২১ সে.মি. নিচ দিয়ে প্রবাহিত হয়। ফলে তিস্তা নদীর উভয় তীরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

সিলেট : সিলেটে টিলা ধসে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। গতকাল ভোর রাত সোয়া ৩টার দিকে গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের বখতিয়ারঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বখতিয়ারঘাট গ্রামের মৃত আসিদ আলীর ছেলে মো. রিয়াজ উদ্দিন (৫৫), তার স্ত্রী রহিমা বেগম (৪০), তাদের মেয়ে সামিয়া (১৪) ও ছেলে আলী আব্বাস (৯)।

স্থানীয় সূত্র জানায়, বখতিয়ারঘাট গ্রামের একটি উঁচু টিলার পাদদেশে ঘর তৈরি করে পরিবার নিয়ে বসবাস করতেন রিয়াজ উদ্দিন। কয়েক দিনের টানা বৃষ্টিতে টিলার মাটি নরম হয়ে ভেঙে পড়তে থাকে। ভোররাতে টিলার মাটি ধসে পড়ে রিয়া উদ্দিনের ঘরে। এতে চাপা পড়েন রিয়াজ উদ্দিনসহ পরিবারের চার সদস্য। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা উদ্ধারে এগিয়ে আসলেও বৃষ্টির কারণে তারা সফল হতে পারেননি। পরে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসন এসে তৎপরতা চালিয়ে তাদের লাশ উদ্ধার করে।

নদনদীর এদিকে টানা বৃষ্টিতে ওসমানী মেডিকেল কলেজ এবং ওসমানী হাসপাতালে পানি উঠেছে। এতে হাসপাতালের রোগী, চিকিৎসক এবং কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মারাত্মক দুর্ভোগ পোহাতে হয়েছে। এ ছাড়া নগরের জিন্দাবাজার, চৌহাট্টা, জেল রোড, তালতলা, কাজিরবাজার, কালিঘাট, খাসদবির, চৌকীদেখী, মিরাবাজার, শাহপরাণ, উপশহর, মাছিমপুর, সুবহানীঘাট, কদমতলী, বিমানবন্দর, চৌকিদেখী, বাগবাড়ী, ওসমানী মেডিকেল কলেজ রোড, রিকাবিবাজার, লামাবাজার, জামতলা এলাকার বিভিন্ন কলোনি ও বাসাবাড়িতে বৃষ্টির পানি জমে এক নাজুক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পানিবন্দি অবস্থা থেকে মুক্ত হতে অনেককে পাম্প লাগিয়ে বাসার ভিতর থেকে পানি সেচতে দেখা গেছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপৎসীমার ৮৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এ ছাড়া সিলেট পয়েন্টেও সুরমার পানি ২৪ ঘণ্টায় বেড়েছে ৬৫ সেন্টিমিটার। কুশিয়ারার পানি আমলসীদ, শেওলা ও ফেঞ্চুগঞ্জ পয়েন্টে যথাক্রমে বিপৎসীমার ১৫৮, ৩০ ও ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর শেরপুর পয়েন্টে ২৪ ঘণ্টায় বেড়েছে ৮৪ সেন্টিমিটার। একইভাবে গেল ২৪ ঘণ্টায় লোভা নদীর পানি লোভাছড়া পয়েন্টে ৮০ সেন্টিমিটার ও ধলাই নদীর পানি ইসলামপুরে ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।

লক্ষ্মীপুর : নোয়াখালীর হাতিয়ায় নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ রোহিঙ্গা নারী হাসিনা খাতুনের (২৫) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সকালে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বিবিরহাট এলাকায় মেঘনা নদীতে থেকে ভাসমান এ লাশ উদ্ধার করা হয়। বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সফিকুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে নিহত নারী রোহিঙ্গা ক্যাম্পের। নোয়াখালীর হাতিয়ায় নৌকাডুবিতেই তিনি মারা গেছেন। তবে কেউ এসে শনাক্ত করা পর্যন্ত আমরা কোনো কিছু নিশ্চিত করতে পারছি না। তার লাশ ফাঁড়িতে রয়েছে। ময়নাতদন্তের জন্য তার লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

নোয়াখালী : নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে ঝোড়ো বাতাস ও ঢেউয়ের তোড়ে পড়ে ৩৯ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত এক রোহিঙ্গা নারীসহ দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া জেলা পুলিশ সদস্য সাইফুল ইসলাম (২৮) ও এক রোহিঙ্গা শিশু এখনো নিখোঁজ রয়েছেন। নিহতরা হলেন- ভাসানচর থানার সাব পোস্ট মাস্টার ও ফেনীর পৌর দৌলতপুর গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে মো. গিয়াস উদ্দিন (৫৩) ও ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৬১ নম্বর ক্লাস্টারের মো. তারেকের স্ত্রী হাসিনা খাতুন (২৫)।   

রবিবার (১ জুন) দুপুরের দিকে এসব তথ্য নিশ্চিত করেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা। এর আগে গতকাল শনিবার (৩১ মে) বিকাল ৩টার দিকে উপজেলার করিম বাজারসংলগ্ন ডুবারচরের মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজরা হলেন, সুধারাম থানার পুলিশ কনস্টেবল সাইফুল ইসলাম (২৮) ও ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৬১ নম্বর ক্লাস্টারের মো. তারেকের ছেলে মো. তামিম (৩)।

বাগেরহাট : বাগেরহাটের শরণখোলা উপজেলায় বজ্রপাতে ইউনুস খান (৩০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলার বলেশ্বর নদে গোসল করার সময় তার ওপর বজ্রপাত ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত জেলে উপজেলার সাউথখালী ইউনিয়নের তাফালবাড়ী গ্রামের সাইয়েদ খানের ছেলে। প্রত্যক্ষদর্শী তাফালবাড়ী বাজারের পল্লী চিকিৎসক মো. রাসেল আহমেদ জানান, দুপুর ১টার দিকে ইউনুস খান নিজের মাছধরা নৌকায় জমে থাকা বৃষ্টির পানি সেচ দিয়ে বলেশ্বর নদে গোসল করছিলেন। গোসল শেষ করে ওঠার সময় তার ওপর বজ্রপাত ঘটে।

জানা গেছে, ইউনুস তিন মাস আগে সৌদি আরব থেকে বাড়ি ফিরে এসে জাল-নৌকা তৈরি করে মাছধরা পেশায় নিয়োজিত হন। তার স্ত্রী ও দুই বছরের একটি ছেলে রয়েছে।

বরগুনা : বরগুনার আমতলী সদর ইউনিয়নের দক্ষিণ পশ্চিম আমতলী গ্রামে বজ্রপাতে বেল্লাল খান (৩২) নামে এক কৃষক নিহত হয়েছেন। বেল্লাল ওই গ্রামের মো. আতাহার খানের ছেলে। জানা গেছে, বেল্লাল খান গতকাল দুপুর পৌনে ১২টার দিকে নিজের গরুর জন্য ঘাস কাটতে বাড়ির পাশের মাঠে যান। এ সময় আকস্মিক বজ্রপাতে বেল্লাল মাঠের পানির মধ্যে লুটিয়ে পড়েন। দূর থেকে অন্য আরেকজন কৃষক ওই ঘটনা দেখতে পেয়ে কাছে এসে দেখেন তার শরীর ঝলসানোএবং অজ্ঞান অবস্থায় পানির মধ্যে পড়ে রয়েছেন। তাৎক্ষনিণক তাকে স্বজনদের সহযোগিতায় উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসেন। তবে চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই কৃষক বেল্লাল মারা গেছেন।

চট্টগ্রাম : টানা বর্ষণে প্লাবিত হয়েছে চট্টগ্রাম নগরের নিম্নাঞ্চল। গতকাল নগরের অধিকাংশ নিচু এলাকায় পানি জমে জলাবদ্ধতা তৈরি হয়। তবে পানি কোথাও দ্রুত নেমে যায়, আবার কোথাও কয়েক ঘণ্টা স্থায়ী হয়। আবার নতুন করে অনেক জায়গায় পানি জমে যায়। কিছু এলাকার খাল-নালা উপচে সড়ক থেকে পানি বসত ঘরে ঢুকেছে। তাছাড়া জলাবদ্ধতার কারণে নগরবাসীকে গন্তব্যে পৌঁছতে বেগ পেতে হয়েছে।

পতেঙ্গার আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গতকাল বিকাল ৩টা পর্যন্ত পূর্বের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে মোট ১৯৪ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টি আরও ২-১ দিন অব্যাহত থাকতে পারে। গত কয়েক দিন ধরে চট্টগ্রামে অতিভারী বৃষ্টিপাত হচ্ছে। চট্টগ্রামে গত প্রায় এক সপ্তাহ ধরে পড়ছে বৃষ্টি। গত বৃহস্পতিবার থেকে শুরু হয় মুষলধারে বৃষ্টি।

কুমিল্লা : কুমিল্লায় ঘূর্ণিঝড় ‘শক্তি’র কবলে ক্ষতিগ্রস্ত হয়েছে ১৭টি উপজেলার বৈদ্যুতিক লাইন। ৮৪টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে গেছে। ট্রান্সফরমার বিকল হয়েছে ৬২টি। সাড়ে ৪শ স্থানে বিদ্যুতের তার ছিঁড়ে গেছে। এ ছাড়াও দুই শতাধিক স্থানে পোল হেলে যাওয়া, শতাধিক স্থানে ক্রস আর্ম ভেঙে, দেড় শতাধিক স্থানে ইনসুলেটর ও ৩ শতাধিক স্থানে মিটার ভেঙে বিদ্যুৎ বিপর্যয় ঘটে। এতে সমিতিগুলোর প্রায় আড়াই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্ট ৪টি সমিতি দাবি করছে। এদিকে ৬০ ঘণ্টায়ও শতভাগ বিদ্যুৎ লাইন মেরামত করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রতিটি সমিতির ৩০ শতাংশ লাইনম্যান আন্দোলন করতে ঢাকায় যাওয়ায় ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ সংযোগ মেরামতে হিমশিম খাচ্ছে সমিতিগুলো। 

বগুড়া : বগুড়ায় কয়েক দিনের টানা বৃষ্টিতে যমুনা নদীতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। টানা বৃষ্টির ফলে জেলার বিভিন্ন নদনদীতে পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। ভারী বৃষ্টিতে বগুড়ার সারিয়াকান্দি পৌর এলাকায় বাঙালি নদীর তীর সংরক্ষণ কাজের একটি অংশে কিছু ব্লক ধসে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। গর্তে বন্যার পানি ঢুকে গেলে বাঙালি নদীতে বিলীন হয়ে যাবে বেশ কয়েকটি বসতবাড়ি। এজন্য বন্যার আগেই দ্রুত সংস্কার কাজ চায় এলাকাবাসী।

জানা গেছে, গত কয়েক দশক ধরে জুন মাসে পানি বৃদ্ধি পায় বগুড়ার যমুনা, বাঙালি, করতোয়া নদীতে। পানি বৃদ্ধির পর জুলাই আগস্ট মাসে গিয়ে বন্যা দেখা দেয়। এবারও বন্যার পূর্বাভাস দেখা যাচ্ছে। গত কয়েক দিনের টানা বর্ষণে নদীগুলোতে পানি বাড়তে শুরু করেছে। পানি বৃদ্ধির ফলে নদীতে স্রোত শুরু হয়েছে। এপ্রিল মাসেও যেসব এলাকা শুষ্ক ও পানি শূন্য ছিল সেসব স্থানে এখন পানি থৈ থৈ করছে। যে কোনো সময় পানি বৃদ্ধি পেয়ে বড় ধরনের বন্যা দেখা দিতে পারে। বগুড়ার সারিয়াকান্দি পৌর এলাকার হিন্দুকান্দি গ্রামের সাব্বির আহম্মেদ চম্পক জানান, কয়েক দিনের বৃষ্টিতে হিন্দুকান্দি গ্রামের বাঙালি নদীতীর সংরক্ষণ কাজের সিসি ব্লক ধসে গিয়ে বিশালাকার গর্তের সৃষ্টি হয়েছে। দুটি আধাপাকা বাড়ির মেঝেতেও ফাটলের সৃষ্টি হয়েছে। অতিদ্রুত এখানে মেরামত কাজ না করলে বাড়িগুলো বাঙালি নদীতে বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে।

রাজবাড়ী : দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট। স্বাভাবিক সময়ের চেয়ে ঈদযাত্রায় যাত্রী ও যানবাহনের সংখ্যা বাড়ে দ্বিগুণ। যাত্রী ও যানবাহনের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে ভোগান্তি। আসন্ন ঈদুল আজহায় দৌলতদিয়া ফেরিঘাটে ভোগান্তির শঙ্কা তৈরি হয়েছে। পানি বৃদ্ধিতে ঘাট সংকট, ছিনতাই ও অতিরিক্ত ভাড়া বৃদ্ধির কারণে যাত্রীদের ভোগান্তি বিষয়টি জানিয়েছেন যাত্রীরা।  

গতকাল ফেরিঘাট এলাকায় গিয়ে দেখা যায়, দৌলতদিয়া প্রান্তের ৭টি ঘাটের মধ্যে ৪টি ঘাট ভাঙনের কারণে দীর্ঘদিন বন্ধ রয়েছে। বর্তমানে দৌলতদিয়া প্রান্তে সচল রয়েছে ৩, ৪ ও ৭ নম্বর ফেরিঘাট। পানি বৃদ্ধির কারণে ৩ নম্বর ফেরিঘাটের পন্টুনের একটি পকেট বন্ধ রয়েছে। এই ঘাট দিয়ে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে।

মৌলভীবাজার : তিন দিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের মৌলভীবাজারের নদনদী, খাল বিল ও হাওরে বাড়ছে পানি। জেলার চারটি প্রধান নদ- মনু, ধলাই, কুশিয়ারা ও জুড়ীতে পানি বৃদ্ধি পেয়েছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, জুড়ী নদীর পানি বিপৎসীমার ১০২ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে, মনু নদীর চাঁদনীঘাট পয়েন্টে বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, ধলাই নদীর রেলওয়ে ব্রিজে ২৫০ সেন্টিমিটার পানি রয়েছে, কুশিয়ারা নদী এখনো শেরপুর পয়েন্টে বিপৎসীমার  নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

 

জানা গেছে, গত বছরের টানা বর্ষণে মনু ও ধলাই নদীর বিভিন্ন স্থানে ভাঙন দেখা দেওয়ায় লোকালয়ে পানি প্রবেশ করেছিল। ডুবে গিয়েছিল ঘরবাড়ি, রাস্তাঘাট, ফসলি জমি ও মাছের ঘের। গৃহহীন হয়ে বহু মানুষ আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন আশ্রয় কেন্দ্রে। স্থানীয়দের দাবি, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত বাঁধগুলো এখনো সম্পূর্ণ মেরামত করা হয়নি। ফলে চলতি মৌসুমে আবার বন্যার শঙ্কা ঘনিয়ে এসেছে।

নেত্রকোনা : চার দিনের টানা অবিরাম বৃষ্টিতে দুর্ভোগ পোহানোর পর গতকাল সকাল থেকে আকাশ কিছুটা পরিষ্কার হতে দেখা যাওয়ায় জনমনে ফিরেছে স্বস্তি। অবিরাম বৃষ্টিতে শনিবার সকাল থেকে রাতভর থেমে থেমে বৃষ্টি ঝরে। এর আগে গেল বুধবার (২৮ মে) থেকে শুরু হয় দিনভর বজ্রসহ বৃষ্টি। মানুষের চলাচল ব্যাহত হয়। জনজীবনে নেমে আসে স্থবিরতা। রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কর্মচাঞ্চল্য ফেরায় মানুষের কিছুটা দুর্ভোগ লাঘব হওয়ায় আবার কর্মমুখর হয়ে ওঠে শহর।

কক্সবাজার : নিম্নচাপের প্রভাবে কক্সবাজারের মহেশখালী ও কুতুবদিয়ায় ১ হাজার ৬০০ মিটার বেড়িবাঁধ সাগরে বিলীন হয়েছে। এর মধ্যে মহেশখালীতে ৯০৫ মিটার ও কুতুবদিয়ায় ৬৯৬ মিটার বেড়িবাঁধ বিধ্বস্ত হয়েছে। গত কয়েক দিনে ভারী বৃষ্টি ও জোয়ারের কবলে পড়ে এসব বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে প্লাবিত হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক হাজার পরিবার।

পানি উন্নয়ন বোর্ড-পাউবোর কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. নুরুল ইসলাম জানান, নিম্নচাপের প্রভাবে মহেশখালী ও কুতুবদিয়ায় ১ হাজার ৬০০ মিটার বেড়িবাঁধের ক্ষতি হয়েছে। এর মধ্যে মহেশখালীতে ৯০৫ মিটার ও কুতুবদিয়ায় ৬৯৬ মিটার বেড়িবাঁধের ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্ষার মৌসুমে জোয়ারের পানি ঠেকাতে কুতুবদিয়ার ভাঙা বেড়িবাঁধে জিও টিউব বসানোর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অন্তত ২ কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। একইভাবে মহেশখালীর মাতারবাড়ী ও ধলঘাট ইউনিয়নের বরাদ্দ চাওয়া হয়েছে ১ কোটি টাকা। কর্তৃপক্ষের অনুমতি পেলে দ্রুত বাঁধ মেরামতের উদ্যোগ নেওয়া হবে।

খাগড়াছড়ি : খাগড়াছড়িতে পাহাড় ধসের কারণে ৫০০ লোক স্থানীয় বিদ্যালয়গুলোতে আশ্রয় নিয়েছেন। এ ছাড়া ভারী বৃষ্টিপাত অব্যাহত  রয়েছে। চেঙ্গি  ও মাইনি নদীর পানি বৃদ্ধি পেয়েছে। নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়েছে। গতকাল খাগড়াছড়ি সদরের  ভূয়াছড়ি সড়কের ক্লিনিক এলাকা একটি পাহাড় ধসে পড়েছে। এতে খাগড়াছড়ির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে  পড়েছে।

ব্রাহ্মণবাড়িয়া : তিন দিনের টানা বর্ষণ এবং ভারতের ত্রিপুরা রাজ্যের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তবর্তী কয়েকটি গ্রামের নিচু এলাকা প্লাবিত হয়েছে। ডুবে গেছে রাস্তাঘাট। বাড়ির উঠানে পানি আসায় স্বাভাবিক চলাফেরায় সমস্যায় পড়েছেন বাসিন্দারা। 

স্থলবন্দরের পাশ দিয়ে বয়ে চলা কলন্দি খাল, কালিকাপুর হয়ে আবদুল্লাপুর দিয়ে জাজি গাং, বাউতলা দিয়ে মরা গাং ও মোগড়া ইউনিয়ন দিয়ে বয়ে যাওয়া হাওড়া নদী দিয়ে অস্বাভাবিকভাবে পানি ঢোকার কারণে তলিয়ে যাচ্ছে ওইসব গ্রামের রাস্তাঘাট। এতে উপজেলার দক্ষিণ ইউনিয়নের কালিকাপুর, বীরচন্দ্রপুর, আবদুল্লাহপুর ও বঙ্গেরচর গ্রামের জমি ও রাস্তাঘাট তলিয়ে যাচ্ছে। এ ছাড়া মনিয়ন্দ ইউনিয়নের ইটনা, আইড়ল গ্রামে পানি ঢুকেছে।

হবিগঞ্জ : কয়েক দিনের টানা বৃষ্টিপাতে হবিগঞ্জ শহরে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। হবিগঞ্জ শহরের প্রধান সড়কসহ পাড়া-মহল্লার অলিগলিতে অনেক সড়ক ডুবে গেছে। এ ছাড়াও বেশ কিছু বাসাবাড়িতেও পানি উঠেছে। এতে করে নষ্ট হয়ে গেছে মালামাল। চরম দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ। বৃষ্টির পানিতে শহরের বেশির ভাগ সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হয়েছে স্কুল, কলেজ ও অফিস আদালতগামী লোকজনকে।

সরেজমিনে দেখা গেছে, শহরের প্রধান সড়কের শায়েস্তানগর, থানার মোড়, সার্কিট হাউস, পানি উন্নয়ন বোর্ড ও ঘাটিয়া বাজার, উত্তর শ্যামলী, অনন্তপুর, দক্ষিন শ্যামলী, পুরানমুন্সেফী, রাজনগর ও ফায়ার সার্ভিস রোড এলাকায় গিয়ে দেখা যায় সড়কে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শুধু প্রধান সড়কই নয়, পাড়া-মহল্লার ভিতরের কোনো কোনো সড়কেও লেগে আছে হাঁটু পানি।

রাঙামাটি : টানা বৃষ্টি অব্যাহত আছে রাঙামাটিতে। সমুদ্রে নিম্নচাপের ব্যাপক প্রভাব পড়েছে তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে। টানা বৃষ্টি আর বজ্রপাতে কারণে ক্ষতির মুখে পড়েছে পাহাড়বাসী। বিশেষ করে রাঙামাটি জেলা সদর, কাউখালী, বরকল, জুরাছড়ি, বাঘাইছড়ি, কাপ্তাই, নানিয়ারচর, রাজস্থলী, লংগদু ও  বিলাইছড়ি উপজেলায় পাহাড় ধস হয়েছে। এ ছাড়া রাঙামাটি পৌরসভার অধীনে ঝঁকিপূর্ণ পাহাড়ি এলাকার মধ্যে রাজমনিপাড়া, রাঙাপানি, মুসলিমপাড়া, পোস্ট অফিস, নতুনপাড়া, শিমুলতলী, লোকনাথ মন্দির, আনসার ক্যাম্প, পাবলিক হেলথ, আমানতবাগ, ঘাগড়া সরকারি উচ্চ বিদ্যালয়ে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। অন্যদিকে বৃষ্টি আর পাহাড়ি ঢলে তলিয়ে গেছে রাঙামাটির দুটি উপজেলা। সেগুলো হলো জুরাছড়ি ও বাঘাইছড়ি উপজেলা। পানিবন্দি হয়েছে হাজারো পরিবার। ডুবে গেছে গবাদিপশু, হাঁস-মুরগি, ফসলি জমি, দোকানপাট, বসতঘর, বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠান।

কক্সবাজার : বৈরী আবহাওয়ার কারণে সাত দিন পর গতকাল দুপুর থেকে সেন্টমার্টিন-টেকনাফ নৌরুটে নৌযান চলাচল শুরু হয়েছে। এর আগে ২৫ মে গভীর নিম্নচাপের কারণে সাগর উত্তাল থাকায় উপজেলা প্রশাসন সেন্টমার্টিন-টেকনাফ রুটে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছিল।

 

নয় অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিমি. বেগে ঝড় হতে পারে : দেশের নয়টি অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। তাই সেসব এলাকার নদীবন্দরে তোলা হয়েছে এক নম্বর সংকেত। গতকাল এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, রংপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি. বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

বর্তমানে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর বিস্তার লাভ করেছে। মৌসুমি বায়ু বাংলাদেশের পূর্বাঞ্চলে সক্রিয় ও দেশের অন্যত্র মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। আজ সকাল পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

মঙ্গলবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

বুধবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার শেষের দিকে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

এই বিভাগের আরও খবর
চীন সফর শেষে ফিরে যা বললেন জামায়াত আমির
চীন সফর শেষে ফিরে যা বললেন জামায়াত আমির
নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে মিয়ানমার রাষ্ট্রদূতের বৈঠক
নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে মিয়ানমার রাষ্ট্রদূতের বৈঠক
বিএনপি নেতার গলায় পুলিশের মালা!
বিএনপি নেতার গলায় পুলিশের মালা!
বিচার-পুনর্বাসনসহ চার দাবি ওমান ফেরত প্রবাসীদের
বিচার-পুনর্বাসনসহ চার দাবি ওমান ফেরত প্রবাসীদের
ছাত্রলীগকে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন ঘোষণার দাবি এবি পার্টির
ছাত্রলীগকে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন ঘোষণার দাবি এবি পার্টির
চট্টগ্রাম বন্দরে পণ্যের বড় নিলাম
চট্টগ্রাম বন্দরে পণ্যের বড় নিলাম
রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে বুধবার
রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে বুধবার
মিথ্যা গুজবে অস্বস্তিতে শতাধিক কর্মকর্তা
মিথ্যা গুজবে অস্বস্তিতে শতাধিক কর্মকর্তা
পদ্মার দুই ইলিশ সাড়ে ১৪ হাজারে বিক্রি
পদ্মার দুই ইলিশ সাড়ে ১৪ হাজারে বিক্রি
জাপা চেয়ারম্যান জি এম কাদেরকে দুদকে তলব
জাপা চেয়ারম্যান জি এম কাদেরকে দুদকে তলব
কী হবে সত্যজিৎ রায়ের বাড়িটির
কী হবে সত্যজিৎ রায়ের বাড়িটির
অবৈধভাবে যুক্তরাষ্ট্রে ঢুকলেই যেতে হবে ডিটেনশন সেন্টারে
অবৈধভাবে যুক্তরাষ্ট্রে ঢুকলেই যেতে হবে ডিটেনশন সেন্টারে
সর্বশেষ খবর
দুপুরের মধ্যে ৭ জেলায় ঝড়ের সম্ভাবনা
দুপুরের মধ্যে ৭ জেলায় ঝড়ের সম্ভাবনা

২ সেকেন্ড আগে | দেশগ্রাম

দুর্নীতি দমন কমিশনের নতুন সচিব খালেদ রহীম
দুর্নীতি দমন কমিশনের নতুন সচিব খালেদ রহীম

১৩ মিনিট আগে | জাতীয়

উন্নয়নশীল হলে রপ্তানিতে চাপ বাড়বে, প্রস্তুত নয় সিমেন্টশিল্প
উন্নয়নশীল হলে রপ্তানিতে চাপ বাড়বে, প্রস্তুত নয় সিমেন্টশিল্প

২২ মিনিট আগে | অর্থনীতি

নতুন চুক্তিতে ইন্দোনেশীয় পণ্যে শুল্কহার কমালেন ট্রাম্প
নতুন চুক্তিতে ইন্দোনেশীয় পণ্যে শুল্কহার কমালেন ট্রাম্প

২২ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন
গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন

২৭ মিনিট আগে | দেশগ্রাম

ইলেকট্রনিক পণ্যের রপ্তানি বাড়াতে নীতির ধারাবাহিকতা জরুরি
ইলেকট্রনিক পণ্যের রপ্তানি বাড়াতে নীতির ধারাবাহিকতা জরুরি

২৯ মিনিট আগে | অর্থনীতি

দেখা মিলছে না ‘রাণী মাছের’
দেখা মিলছে না ‘রাণী মাছের’

৩৭ মিনিট আগে | প্রকৃতি ও পরিবেশ

অলিখিত ফাইনালে আজ কে হাসবে শেষ হাসি?
অলিখিত ফাইনালে আজ কে হাসবে শেষ হাসি?

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

৭০০ কোটি বছরের ধূমকেতু! চমকে উঠেছেন গবেষকরা
৭০০ কোটি বছরের ধূমকেতু! চমকে উঠেছেন গবেষকরা

১ ঘণ্টা আগে | বিজ্ঞান

সূত্রাপুরে দগ্ধ আরও একজনের মৃত্যু
সূত্রাপুরে দগ্ধ আরও একজনের মৃত্যু

১ ঘণ্টা আগে | নগর জীবন

লজ্জার হারের পর কিংবদন্তিদের নিয়ে জরুরি সভা উইন্ডিজের
লজ্জার হারের পর কিংবদন্তিদের নিয়ে জরুরি সভা উইন্ডিজের

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

২০২৫ সালে দ্বিতীয় ব্যাচের মোনাশ শিক্ষার্থীদের জন্য ইউসিবিডি’র ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
২০২৫ সালে দ্বিতীয় ব্যাচের মোনাশ শিক্ষার্থীদের জন্য ইউসিবিডি’র ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

১ ঘণ্টা আগে | কর্পোরেট কর্নার

পোষা প্রাণীর মনের খবর বলবে এআই
পোষা প্রাণীর মনের খবর বলবে এআই

১ ঘণ্টা আগে | বিজ্ঞান

সাভারের শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা মুরগি হেলাল গ্রেফতার
সাভারের শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা মুরগি হেলাল গ্রেফতার

২ ঘণ্টা আগে | দেশগ্রাম

জলাভূমি হারাচ্ছে বিশ্ব, আর্থিক ক্ষতি ছাড়াবে ৩৯ ট্রিলিয়ন ডলার
জলাভূমি হারাচ্ছে বিশ্ব, আর্থিক ক্ষতি ছাড়াবে ৩৯ ট্রিলিয়ন ডলার

২ ঘণ্টা আগে | পাঁচফোড়ন

হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে গ্রুপ চ্যাটে হবে ভিন্ন অভিজ্ঞতা
হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে গ্রুপ চ্যাটে হবে ভিন্ন অভিজ্ঞতা

২ ঘণ্টা আগে | টেক ওয়ার্ল্ড

ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

২ ঘণ্টা আগে | দেশগ্রাম

দুপুরের মধ্যে ৭ জেলায় ঝড়ের আভাস
দুপুরের মধ্যে ৭ জেলায় ঝড়ের আভাস

২ ঘণ্টা আগে | জাতীয়

ঢামেক হাসপাতালে কেন্দ্রীয় কারাগারের কয়েদির মৃত্যু
ঢামেক হাসপাতালে কেন্দ্রীয় কারাগারের কয়েদির মৃত্যু

২ ঘণ্টা আগে | নগর জীবন

নির্বাচন : প্রস্তুতি সম্পন্নের নির্দেশ ও বাস্তবতা
নির্বাচন : প্রস্তুতি সম্পন্নের নির্দেশ ও বাস্তবতা

২ ঘণ্টা আগে | মুক্তমঞ্চ

পিঠের ব্যথা এড়াতে হাঁটার সহজ নিয়ম বলছে বিজ্ঞান
পিঠের ব্যথা এড়াতে হাঁটার সহজ নিয়ম বলছে বিজ্ঞান

২ ঘণ্টা আগে | বিজ্ঞান

সমন্বিত চিকিৎসার অভাব, বাড়ছে সাপে কাটা রোগীর মৃত্যুহার
সমন্বিত চিকিৎসার অভাব, বাড়ছে সাপে কাটা রোগীর মৃত্যুহার

২ ঘণ্টা আগে | জাতীয়

ফের ৬ উইকেট নিয়ে কিংবদন্তিদের পাশে ভনের ছেলে
ফের ৬ উইকেট নিয়ে কিংবদন্তিদের পাশে ভনের ছেলে

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

দেশ-জাতির কল্যাণে চাই আমানতদার নেতৃত্ব
দেশ-জাতির কল্যাণে চাই আমানতদার নেতৃত্ব

৩ ঘণ্টা আগে | ইসলামী জীবন

মঙ্গলে দীর্ঘতম পথ পেরিয়ে রেকর্ড গড়ল রোভার
মঙ্গলে দীর্ঘতম পথ পেরিয়ে রেকর্ড গড়ল রোভার

৩ ঘণ্টা আগে | বিজ্ঞান

রপ্তানিতে ঋণ খরচ কমাতে সুদহারে প্রণোদনা দরকার
রপ্তানিতে ঋণ খরচ কমাতে সুদহারে প্রণোদনা দরকার

৩ ঘণ্টা আগে | অর্থনীতি

এলডিসি উত্তরণে চ্যালেঞ্জ ও প্রস্তুতি
এলডিসি উত্তরণে চ্যালেঞ্জ ও প্রস্তুতি

৩ ঘণ্টা আগে | মুক্তমঞ্চ

শুল্ক অনিশ্চয়তায় আতঙ্কে ১০ লাখ পোশাক শ্রমিক
শুল্ক অনিশ্চয়তায় আতঙ্কে ১০ লাখ পোশাক শ্রমিক

৩ ঘণ্টা আগে | অর্থনীতি

স্পেনে তীব্র দাবদাহ, দুই মাসে ১১৮০ জনের প্রাণহানি
স্পেনে তীব্র দাবদাহ, দুই মাসে ১১৮০ জনের প্রাণহানি

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ট্রেবলজয়ী কোচ এখন রোনালদোদের গুরু
ট্রেবলজয়ী কোচ এখন রোনালদোদের গুরু

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সর্বাধিক পঠিত
সাজা ছাড়াই কারাগারে ৩০ বছর, অবশেষে মুক্তি!
সাজা ছাড়াই কারাগারে ৩০ বছর, অবশেষে মুক্তি!

২০ ঘণ্টা আগে | দেশগ্রাম

ভারতের ভিসা জটিলতায় বাংলাদেশিদের চিকিৎসার নতুন গন্তব্য চীনের কুনমিং
ভারতের ভিসা জটিলতায় বাংলাদেশিদের চিকিৎসার নতুন গন্তব্য চীনের কুনমিং

২২ ঘণ্টা আগে | জাতীয়

১৪৪টি দলের কোনোটিই ‘উত্তীর্ণ’ হতে পারেনি, সময় পাচ্ছে আরও ১৫ দিন
১৪৪টি দলের কোনোটিই ‘উত্তীর্ণ’ হতে পারেনি, সময় পাচ্ছে আরও ১৫ দিন

২০ ঘণ্টা আগে | জাতীয়

বাংলাদেশিদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেবে মালয়েশিয়া
বাংলাদেশিদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেবে মালয়েশিয়া

১২ ঘণ্টা আগে | জাতীয়

ইউক্রেন মস্কোতে আঘাত হানতে পারবে কি না জানতে চেয়েছেন ট্রাম্প
ইউক্রেন মস্কোতে আঘাত হানতে পারবে কি না জানতে চেয়েছেন ট্রাম্প

১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ট্রাম্পের আল্টিমেটামের তোয়াক্কা করে না রাশিয়া
ট্রাম্পের আল্টিমেটামের তোয়াক্কা করে না রাশিয়া

১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

কোনোভাবেই পিআর পদ্ধতি চায় না বিএনপি
কোনোভাবেই পিআর পদ্ধতি চায় না বিএনপি

১৭ ঘণ্টা আগে | রাজনীতি

নেতানিয়াহুর সরকার থেকে বেরিয়ে গেল ইসরায়েলের কট্টরপন্থী দল ইউটিজে
নেতানিয়াহুর সরকার থেকে বেরিয়ে গেল ইসরায়েলের কট্টরপন্থী দল ইউটিজে

১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরাকে মার্কিন কোম্পানির তেল ক্ষেত্রে ড্রোন হামলা, উৎপাদন বন্ধ
ইরাকে মার্কিন কোম্পানির তেল ক্ষেত্রে ড্রোন হামলা, উৎপাদন বন্ধ

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নীতি সুদহার কমিয়ে ৮ শতাংশ করলো বাংলাদেশ ব্যাংক
নীতি সুদহার কমিয়ে ৮ শতাংশ করলো বাংলাদেশ ব্যাংক

১৩ ঘণ্টা আগে | অর্থনীতি

বিয়ে ও সন্তান গ্রহণে আগ্রহ কমছে তরুণদের
বিয়ে ও সন্তান গ্রহণে আগ্রহ কমছে তরুণদের

২৩ ঘণ্টা আগে | জাতীয়

এইচআরসি গ্রুপের চেয়ারম্যান সাঈদ হোসেন চৌধুরী আর নেই
এইচআরসি গ্রুপের চেয়ারম্যান সাঈদ হোসেন চৌধুরী আর নেই

২১ ঘণ্টা আগে | জাতীয়

সরকারি হলো আরও এক বিদ্যালয়
সরকারি হলো আরও এক বিদ্যালয়

১৩ ঘণ্টা আগে | জাতীয়

সিরাজগঞ্জে ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড ৪ গ্রাম
সিরাজগঞ্জে ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড ৪ গ্রাম

১৭ ঘণ্টা আগে | দেশগ্রাম

বাড়বে বৃষ্টিপাতের প্রবণতা, টানা ৫ দিন বর্ষণের আভাস
বাড়বে বৃষ্টিপাতের প্রবণতা, টানা ৫ দিন বর্ষণের আভাস

২১ ঘণ্টা আগে | জাতীয়

৪৬৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেন, স্ত্রীসহ শামীম ওসমানের নামে মামলা
৪৬৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেন, স্ত্রীসহ শামীম ওসমানের নামে মামলা

১৮ ঘণ্টা আগে | জাতীয়

আ. লীগ সরকারের বিদ্যুৎ সংক্রান্ত সব ধরনের চুক্তি পর্যালোচনা করা হবে : অর্থ উপদেষ্টা
আ. লীগ সরকারের বিদ্যুৎ সংক্রান্ত সব ধরনের চুক্তি পর্যালোচনা করা হবে : অর্থ উপদেষ্টা

২১ ঘণ্টা আগে | জাতীয়

জবি ছাত্রদলের তিন নেতাকে বহিষ্কার, দুইজনকে ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা
জবি ছাত্রদলের তিন নেতাকে বহিষ্কার, দুইজনকে ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা

১১ ঘণ্টা আগে | ক্যাম্পাস

নতুন রাজনৈতিক দলের ঘোষণা ইমরান খানের সাবেক স্ত্রীর
নতুন রাজনৈতিক দলের ঘোষণা ইমরান খানের সাবেক স্ত্রীর

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বদলি আদেশ ছিঁড়ে এনবিআরের ১৪ কর্মকর্তা সাময়িক বরখাস্ত
বদলি আদেশ ছিঁড়ে এনবিআরের ১৪ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

১৫ ঘণ্টা আগে | জাতীয়

সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নির্বাচন পেছানোর ষড়যন্ত্র : ডা. জাহিদ
সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নির্বাচন পেছানোর ষড়যন্ত্র : ডা. জাহিদ

২২ ঘণ্টা আগে | রাজনীতি

ভালুকায় মা ও দুই শিশুকে গলা কেটে হত্যা: গ্রেফতার দেবর নজরুল
ভালুকায় মা ও দুই শিশুকে গলা কেটে হত্যা: গ্রেফতার দেবর নজরুল

১০ ঘণ্টা আগে | দেশগ্রাম

সুনির্দিষ্ট সময়েই নির্বাচনের দিকে যাচ্ছে অন্তর্বর্তী সরকার: প্রেস সচিব
সুনির্দিষ্ট সময়েই নির্বাচনের দিকে যাচ্ছে অন্তর্বর্তী সরকার: প্রেস সচিব

২২ ঘণ্টা আগে | জাতীয়

হোয়াটসঅ্যাপে প্রতারণার ফাঁদ, দুবাইয়ে ১০০,০০০ দিরহাম হারালেন এক ভারতীয়!
হোয়াটসঅ্যাপে প্রতারণার ফাঁদ, দুবাইয়ে ১০০,০০০ দিরহাম হারালেন এক ভারতীয়!

২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

স্পেনে তীব্র দাবদাহ, দুই মাসে ১১৮০ জনের প্রাণহানি
স্পেনে তীব্র দাবদাহ, দুই মাসে ১১৮০ জনের প্রাণহানি

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

‘মার্কিন শুল্ক হুমকিতে রাশিয়া বিচলিত হওয়ার চেয়ে স্বস্তি পেয়েছে বেশি’
‘মার্কিন শুল্ক হুমকিতে রাশিয়া বিচলিত হওয়ার চেয়ে স্বস্তি পেয়েছে বেশি’

২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বনানীতে পথশিশু ধর্ষণ : মূল অভিযুক্ত পরিবহন হেলপার গ্রেফতার
বনানীতে পথশিশু ধর্ষণ : মূল অভিযুক্ত পরিবহন হেলপার গ্রেফতার

৭ ঘণ্টা আগে | নগর জীবন

পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী
পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী

১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

৫ যুগ্ম কমিশনারসহ এনবিআরের ৮ কর কর্মকর্তা সাময়িক বরখাস্ত
৫ যুগ্ম কমিশনারসহ এনবিআরের ৮ কর কর্মকর্তা সাময়িক বরখাস্ত

১৯ ঘণ্টা আগে | অর্থনীতি

একযোগে ইসির ৫১ কর্মকর্তাকে বদলি
একযোগে ইসির ৫১ কর্মকর্তাকে বদলি

১৮ ঘণ্টা আগে | জাতীয়

প্রিন্ট সর্বাধিক
ফের প্রতিহিংসা রাজনীতিতে
ফের প্রতিহিংসা রাজনীতিতে

প্রথম পৃষ্ঠা

কী হবে সত্যজিৎ রায়ের বাড়িটির
কী হবে সত্যজিৎ রায়ের বাড়িটির

পেছনের পৃষ্ঠা

পারিবারিক দুর্নীতির প্রতিযোগিতা
পারিবারিক দুর্নীতির প্রতিযোগিতা

প্রথম পৃষ্ঠা

কমছে কর্মজীবী নারীর সংখ্যা
কমছে কর্মজীবী নারীর সংখ্যা

পেছনের পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

অবৈধভাবে যুক্তরাষ্ট্রে ঢুকলেই যেতে হবে ডিটেনশন সেন্টারে
অবৈধভাবে যুক্তরাষ্ট্রে ঢুকলেই যেতে হবে ডিটেনশন সেন্টারে

পেছনের পৃষ্ঠা

প্রেমাদাসায় জিততে চায় টাইগাররা
প্রেমাদাসায় জিততে চায় টাইগাররা

মাঠে ময়দানে

দুশ্চিন্তায় মোহামেডান-আবাহনী
দুশ্চিন্তায় মোহামেডান-আবাহনী

মাঠে ময়দানে

কোন্ডা ইউনিয়ন এখন বিরানভূমি
কোন্ডা ইউনিয়ন এখন বিরানভূমি

নগর জীবন

ঢাকাই চলচ্চিত্রে তারকাদের যত খেতাব
ঢাকাই চলচ্চিত্রে তারকাদের যত খেতাব

শোবিজ

ওএমএস ডিলার নিয়োগে ঘুষবাণিজ্যের অভিযোগ খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে
ওএমএস ডিলার নিয়োগে ঘুষবাণিজ্যের অভিযোগ খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে

নগর জীবন

বৃষ্টি হলেই ভোগান্তি ঢাকায়
বৃষ্টি হলেই ভোগান্তি ঢাকায়

প্রথম পৃষ্ঠা

জাপা চেয়ারম্যান জি এম কাদেরকে দুদকে তলব
জাপা চেয়ারম্যান জি এম কাদেরকে দুদকে তলব

পেছনের পৃষ্ঠা

রাজ্জাকের মুখে চাচি ডাক শুনে আমি হতাশ : আনোয়ারা
রাজ্জাকের মুখে চাচি ডাক শুনে আমি হতাশ : আনোয়ারা

শোবিজ

দুই ঘণ্টায় মোটরসাইকেল দুর্ঘটনার ১২ রোগী ভর্তি
দুই ঘণ্টায় মোটরসাইকেল দুর্ঘটনার ১২ রোগী ভর্তি

পেছনের পৃষ্ঠা

ষড়যন্ত্রের জালে বন্দি গণতন্ত্র?
ষড়যন্ত্রের জালে বন্দি গণতন্ত্র?

প্রথম পৃষ্ঠা

মিথ্যা গুজবে অস্বস্তিতে শতাধিক কর্মকর্তা
মিথ্যা গুজবে অস্বস্তিতে শতাধিক কর্মকর্তা

পেছনের পৃষ্ঠা

সভ্য আমেরিকার অন্য কাহিনি
সভ্য আমেরিকার অন্য কাহিনি

সম্পাদকীয়

আলম আরা মিনুর ‘জানা ছিল না’
আলম আরা মিনুর ‘জানা ছিল না’

শোবিজ

কলাপাড়ায় নববধূর ওপর রোমহর্ষক বর্বরতা
কলাপাড়ায় নববধূর ওপর রোমহর্ষক বর্বরতা

প্রথম পৃষ্ঠা

কারিনার রূপরহস্য
কারিনার রূপরহস্য

শোবিজ

বাংলাদেশে নেপালের সিনেমা
বাংলাদেশে নেপালের সিনেমা

শোবিজ

আবু সাঈদের রক্তে গতিপথ পাল্টে যায় আন্দোলনের
আবু সাঈদের রক্তে গতিপথ পাল্টে যায় আন্দোলনের

প্রথম পৃষ্ঠা

পদ্মার দুই ইলিশ সাড়ে ১৪ হাজারে বিক্রি
পদ্মার দুই ইলিশ সাড়ে ১৪ হাজারে বিক্রি

পেছনের পৃষ্ঠা

১৫ লাখ সরকারি চাকুরের উচ্চতর গ্রেড পেতে বাধা নেই
১৫ লাখ সরকারি চাকুরের উচ্চতর গ্রেড পেতে বাধা নেই

প্রথম পৃষ্ঠা

ঐকমত্যে নতুন অনৈক্য
ঐকমত্যে নতুন অনৈক্য

প্রথম পৃষ্ঠা

বিএনপি নেতার গলায় পুলিশের মালা!
বিএনপি নেতার গলায় পুলিশের মালা!

পেছনের পৃষ্ঠা

শুল্ক ইস্যুতে জোর আলোচনার তাগিদ আমীর খসরুর
শুল্ক ইস্যুতে জোর আলোচনার তাগিদ আমীর খসরুর

প্রথম পৃষ্ঠা

মালয়েশিয়া থেকে ৯৬ বাংলাদেশিকে ফেরত
মালয়েশিয়া থেকে ৯৬ বাংলাদেশিকে ফেরত

প্রথম পৃষ্ঠা

চীন সফর শেষে ফিরে যা বললেন জামায়াত আমির
চীন সফর শেষে ফিরে যা বললেন জামায়াত আমির

পেছনের পৃষ্ঠা