অবৈধভাবে ভারতে যাওয়ার সময় দিনাজপুরের বিরলের কিশোরীগঞ্জ সীমান্তে দুই বাংলাদেশিকে আটক করেছেন বিজিবি সদস্যরা। মঙ্গলবার দিবাগত রাতে সীমান্তের ৩৩০ মেইন পিলারের তিন নম্বর সাব পিলারের পাশ থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- উপজেলার বাজনাহার বাদরুনিয়া গ্রামের উপনাথ চন্দ্র দেবশর্মার ছেলে মানিক (২২) ও রামচন্দ্রপুর গ্রামের খটুপাড়া গ্রামের শুনিলের মেয়ে গোলাপি (২০)। বিজিবি জানায়, বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন তারা। এ সময় বিজিবি সদস্যদের সন্দেহ হলে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করেন। জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন সনদ যাচাই করে ব্যবস্থা নেওয়ার জন্য তাদের বিরল থানায় হস্তান্তর করা হয়েছে।