২৬ মে, ২০১৯ ১৭:১৪

ভারতে নির্বাচিত ২৩৩ এমপি হত্যা-ধর্ষণসহ বিভিন্ন মামলার আসামি

অনলাইন ডেস্ক

ভারতে নির্বাচিত ২৩৩ এমপি হত্যা-ধর্ষণসহ বিভিন্ন মামলার আসামি

ডিন কারিয়াকোজের বিরুদ্ধে ২০৪টি অপরাধের মামলা রয়েছে।

সদ্য সমাপ্ত ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে নির্বাচিত পার্লামেন্ট সদস্যের মধ্যে ২৩৩ জনের বিরুদ্ধে ফোজদারি মামলা রয়েছে। যা ২০১৯ সালে নির্বাচিত এমপিদের ৪৫ শতাংশ। এর আগে ২০১৪ সালের লোকসভা নির্বাচনে এই সংখ্যা ছিল ১৮৫ জন (৩৪ শতাংশ)। ফলে গত নির্বাচন থেকে এই পাঁচ বছরের এই সংখ্যা বেড়েছে ৪৮ জন।

রবিবার ন্যাশনাল ইলেকশন ওয়াচ  (এনইডব্লিউ) ও অ্যাসোসিয়েশন অব ডেমোক্রেটিক রিফর্মস(এডিআর) নামের দুটি সস্থার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতের হিন্দুস্তান টাইমস।

এডিআরের নির্বাচন বিষয়ক প্রধান অনিল ভার্মা বলেন, এসব নির্বাচিত সাংসদের মধ্যে ১৫৯ (২৯%) জনের বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, ধর্ষণ ও অপহরণের মতো গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে। ২০১৪ ও ২০০৯ সালে এই সংখ্যা ছিল যথাক্রমে ১১২ ও ৭৬ জন। 

কেরেলার ইদুক্কিতে নির্বাচিত কংগ্রেসের এমপি ডিন কারিয়াকোজের বিরুদ্ধে ২০৪টি অপরাধের মামলা রয়েছে বলেও জানান ভার্মা।

এবারের লোকসভা নির্বাচনে বিজেপি থেকে এককভাবে নির্বাচিত ৩০৩ এমপির মধ্যে ১১৬ এবং কংগ্রেসের ৫২ এমপির মধ্যে ২৯ জনের নামের মামলা রয়েছে। বাকিরা অন্যান্য দলের।

বিডি-প্রতিদিন/২৬ জুন, ২০১৯/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর