২৭ জুন, ২০১৯ ০৯:৪৯

টকশো'তে সাংবাদিককে পেটানো সেই রাজনৈতিক নেতা বহিষ্কার

অনলাইন ডেস্ক

টকশো'তে সাংবাদিককে পেটানো সেই রাজনৈতিক নেতা বহিষ্কার

পাকিস্তানের একটি টিভিতে লাইভ টকশো চলাকালীন সাংবাদিককে পেটানো সেই রাজনৈতিক নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে কেন তাকে পেটানো হয়েছিল তার কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। আগামী ১৪ দিনের মধ্যে এই নোটিশের জবাব দিতে হবে। এরপরই তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে দল। খবর দ্য ডনের।

এদিকে, সাংবাদিকদের মারধরের ঘটনার নিন্দা ও উদ্বেগ জানিয়েছেন করাচি প্রেস ক্লাব। বুধবার এক বৈঠকের পর  একই সঙ্গে পিটিআই নেতাদের করাচি ও লাহোর প্রেসক্লাবে প্রবেশে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে।

এর আগে, গত সোমবার রাতে পাকিস্তানি সংবাদ চ্যানেলে ‘নিউজ লাইন উইথ আফতাব মুঘেরি’ নিয়ে টকশো চলছিল। সেখানেই দেশটির জ্যেষ্ঠ সাংবাদিক ও করাচি প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ খান ফারানের ওপর চড়াও হন পাকিস্তানের ক্ষমতাসীন দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর জ্যেষ্ঠ নেতা মসরুর আলী সিয়াল। সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর নিন্দার ঝড় উঠেছে।

বিডি-প্রতিদিন/২৭ জুন, ২০১৯/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর