৭১ বছর বয়সে মারা যান যুক্তরাষ্ট্রর টেক্সাসের এক নারী। মারা যাওয়ার পর তার মরদেহ বাড়িতেই রেখে দেন ওই নারীর ৪৭ বছর বয়সী কন্যা।
খবর পেয়ে পুলিশ সেটি উদ্ধার করে ও নারীকে আটক করে।
পুলিশ জানায়, ওই নারী দুটি বেডরুমের একটি বাড়িতে নিজের মেয়েসহ থাকতেন। খবর বিবিসির।
পুলিশ ধারণা করছে, ২০১৬ সালে পড়ে গিয়ে আহত হন ৭১ বছরের বৃদ্ধা। কিন্তু আঘাতটি তেমন গুরুতর ছিল না। পুলিশ আরও জানায়, মায়ের প্রয়োজনীয় শুশ্রূষার ব্যবস্থা করতে না পারেননি আটক হওয়া ওই নারী।
দুই বেডরুমের একটির মেঝেতে মৃত নারীর দেহাবশেষটুকু পড়ে ছিল। বাড়ির অন্য বেডরুমে শিশুকন্যাসহ থাকতেন আটক হওয়া নারী।
শিশুটিকে তার আত্মীয়দের হেফাজতে রেখেছে পুলিশ।
আটক হওয়া নারীর ২০ বছরের জেলসহ ১০ হাজার ডলার পর্যন্ত জরিমানা হতে পারে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ আরও জানায়, মৃত বৃদ্ধা স্থানীয় এলাকার একজন সম্মানীয় ব্যক্তি ছিলেন। তিনি এলাকার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালনসহ একটি স্কুলে ৩৫ বছর ধরে শিক্ষা সহকারী হিসেবে কাজ করেছেন।
বিডি প্রতিদিন/কালাম