১৬ জুলাই, ২০১৯ ১০:১৭

প্রতিপক্ষ যে ধরনের হামলাই করুক, প্রতিশোধ একই হবে: রুহানি

অনলাইন ডেস্ক

প্রতিপক্ষ যে ধরনের হামলাই করুক, প্রতিশোধ একই হবে: রুহানি

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চরম উত্তেজনা বিরাজ করছে। এ অবস্থায় উত্তেজনার থামানোর আহ্বান জানিয়েছে ইউরোপীয় শক্তিগুলো।

সম্প্রতি এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান ফ্রান্স, ব্রিটেন ও জার্মানির নেতারা। 

এর জবাবে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, প্রতিপক্ষ যে ধরনের হামলাই করুক, তেহরানও একই ধরনের প্রতিশোধ নেবে। তবে তিনি বলেন, ওয়াশিংটন যদি নিষেধাজ্ঞা তুলে নেয় এবং পরমাণু চুক্তিতে ফিরে আসে তাহলে তেহরান আলোচনার জন্য প্রস্তুত আছে।

সূত্র: বিবিসি

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর