১৬ জুলাই, ২০১৯ ২২:৩৪

তুরস্কের উপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক

তুরস্কের উপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা

তুরস্কের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে দেশটির উপর নিষেধাজ্ঞা আরোপে একমত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সাইপ্রাসের উপকূলীয় অঞ্চলে মহড়া চালানোয় এ পদক্ষেপ নিতে যাচ্ছে ইইউ। 

এদিকে এই পদক্ষেপকে পক্ষপাতদুষ্ট বলে উল্লেখ করে এর কঠোর সমালোচনা করেছে তুরস্ক। মঙ্গলবার প্রকাশিত এক খবরে এই তথ্য জানায় ইরানের গণমাধ্যম প্রেস টিভি।

এর আগে ইইউ সোমবার তুরস্কের প্রতি নিন্দা জানিয়ে বলে, বারবার সতর্ক করার পরও পূর্ব ভূমধ্যসাগরে অবৈধভাবে মহড়া চালানো অব্যাহত রেখেছে দেশটি। ইইউয়ের পররাষ্ট্রমন্ত্রীরা জানান, আগামী বছর প্রি-অ্যাকসেশন অ্যাসিস্ট্যান্সে তুরস্কের জন্য বরাদ্দকৃত অর্থ কমাবে।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর