১৭ জুলাই, ২০১৯ ০৮:২২

অভিবাসী ঠেকাতে ট্রাম্প প্রশাসনের নতুন কৌশল

অনলাইন ডেস্ক

অভিবাসী ঠেকাতে ট্রাম্প প্রশাসনের নতুন কৌশল

অভিবাসীদের প্রতিহত করতে নতুন কৌশল বাস্তবায়নের পরিকল্পনা করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। নতুন এ অভিবাসী নীতির আওতায় সরাসরি আবেদন না করে প্রথমে অন্য একটি দেশে আশ্রয় খুঁজতে হবে। যেমন, যে দেশ হয়ে যুক্তরাষ্ট্রে ঢোকা হচ্ছে, প্রথমে সেই দেশের শরণার্থী হতে হবে। এরপরই কেবল তাদের যুক্তরাষ্ট্রের অভিবাসী হওয়ার আবেদন বৈধ বলে বিবেচ্য হবে। 

দ্য গার্ডিয়ান জানায়, নয়া এ নীতিটি সোমবার ফেডারেল নিবন্ধিত হয়েছে। মঙ্গলবার থেকে এটি কার্যকর হওয়ার কথা রয়েছে।

যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় (হোমল্যান্ড সিকিউরিটি) ও বিচার বিভাগ এক যৌথ বিবৃতিতে জানায়, দক্ষিণাঞ্চলীয় সীমান্ত পাড়ি দিয়ে আসা শরণার্থীদের আশ্রয় খোঁজার পথে এটি হতে পারে নতুন প্রতিবন্ধকতা, যদি না তারা নির্যাতন বা নিপীড়ন থেকে সুরক্ষার জন্য তৃতীয় কোনো দেশে আবেদন না জানায়।’

ট্রাম্প প্রশাসনের নতুন এ অভিবাসী নীতির উদ্দেশ্য হল, যুক্তরাষ্ট্র ও মেক্সিকো সীমান্ত দিয়ে পাড়ি জমানো শরণার্থীর সংখ্যা কমানো। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর