১৭ জুলাই, ২০১৯ ১৩:১২

সামরিক চুক্তিতে নিজস্ব মুদ্রায় লেনদেন করবে ভারত-রাশিয়া

অনলাইন ডেস্ক

সামরিক চুক্তিতে নিজস্ব মুদ্রায় লেনদেন করবে ভারত-রাশিয়া

সামরিক চুক্তির ক্ষেত্রে নিজস্ব মুদ্রায় লেনদেন করতে চায় রাশিয়া ও ভারত। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে তারা এমন সিদ্ধান্ত নিয়েছে। 

রুবল আর রুপি বিনিময়ের বিষয়ে রাশিয়া ও ভারতের কেন্দ্রীয় ব্যাংক অনুমতি দিয়েছে। তবে এসব কারণে ভারত খুব শিগগিরই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

খবরে বলা হয়, গত কয়েক মাসে রাশিয়া ও ভারতের মধ্যে কোটি ডলারের অস্ত্র বাণিজ্য বেড়েছে। রাশিয়া এরইমধ্যে সাবমেরিন, জাহাজ, ট্যাঙ্ক ও জেটসহ বিভিন্ন সামরিক অস্ত্র রফতানি করেছে ভারতকে। এরমধ্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এস ফোর হান্ড্রেড কিনতে ভারতের খরচ পড়ছে ৫শ' কোটি ডলার। এ সিদ্ধান্তে ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র।

সূত্র: ব্লুমবার্গ

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর