শরীরে বিয়ের পোশাক। হার্লে মর্গ্যান তখনও ডার্ক স্যুটে। আর রিয়ান্নোন ব্যুড্রিয়ক্সের পরনেও তখন সাদা গাউন। ছোট্টবেলার বন্ধুত্ব পরিণতি পেয়েছিল বিয়েতে। তবে কে বা জানত যে, বিয়ের পোশাকটাও খোলার আর সুযোগ পাবেন না তারা। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন স্বামী-স্ত্রী দু'জনই।
যুক্তরাষ্ট্রের টেক্সাসে এমনই এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। ১৯ বছরের মর্গ্যান বিয়ে করেছিলেন ২০ বছরের ব্যুড্রিয়ক্সকে। গত শুক্রবার বিয়ে করার মাত্র কয়েক মিনিটের মধ্যেই চার্চ থেকে বের হতে গিয়েই ট্রাকের ধাক্কায় প্রাণ যায় এই নবদম্পতির।
অরেঞ্জ পুলিশ ক্যাপ্টেন লঙ্গোলিস বলছেন, 'তাদের পিছনেই ছিল গোটা পরিবার। যে হলে রিসিপশনের আয়োজন করা হয়েছিল, সেদিকেই যাচ্ছিল তারা।' লঙ্গোলিস আরও বলছেন যে, ওই নবদম্পতি আসলে 'ছোটবেলার সুইটাহার্ট!'
পুলিশ সূত্রে আরও জানা গেছে যে, 'বরই চালাচ্ছিলেন গাড়ি। গাড়ির গতিও বেশ ভালোই ছিল। ট্রাক এসে ধাক্কা মারার পরে বেশ কয়েকবার উল্টে যায় তাদের গাড়িটি।'
বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ