২৬ আগস্ট, ২০১৯ ১০:৫৬

১০ লাখ ডলারের নোট ভাঙাতে গিয়ে পুলিশের হাতে দুই যুবক

অনলাইন ডেস্ক

১০ লাখ ডলারের নোট ভাঙাতে গিয়ে পুলিশের হাতে দুই যুবক

ভারতীয় মুদ্রায় সাত কোটি টাকারও বেশি মূল্যের ১০ লাখ মার্কিন ডলারের একটি নোট নিয়ে উত্তরবঙ্গে ভাঙাতে গিয়ে ধরা পড়ল দুই যুবক! পুলিশ জানিয়েছে অভিযুক্তরা আসামের নাগরিক। তারা কোথায় কীভাবে ওই ডলার পেল, তা জানতে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, ভক্তিনগর এলাকায় এসে এক ব্যক্তির কাছে এক মিলিয়ন ডলারের নোটটি নিয়ে যায় তারা। ভারতীয় মুদ্রায় ওই নোটের মূল্য সাত কোটি টাকারও বেশি। কিন্তু ওই ব্যক্তির কাছে নোটটির বদলে ৭০ লাখ টাকা দাবি করে অভিযুক্ত দুই যুবক। সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেন ওই ব্যক্তি। সঙ্গে সঙ্গে এসে পৌঁছায় পুলিশ।

ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয় আসামের বোরালিমারা গ্রামের বাসিন্দা মৃগরঞ্জন বোস (৪৬) এবং ওই একই রাজ্যের লখিমপুরের বাসিন্দা মমু দত্ত (৩১) নামের দুই যুবককে। তারা দাবি করে, অরুণাচল প্রদেশের এক ব্যক্তি তাদের ওই নোটটি দিয়েছে।
এমন ঘটনায় ওই দুই যুবক এখন আদালতের নির্দেশে চার দিনের পুলিশি হেফাজতে রয়েছে।

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর