বিস্ফোরণে কেঁপে উঠল ভারতের তামিলনাড়ুর মন্দির চত্বর। এ ঘটনায় রিপোর্ট লেখা পর্যন্ত মৃত্যু হয়েছে ২ জনের। গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার সন্ধ্যায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে তামিলনাড়ুর কাঞ্চিপুরমের মানামপাথি মন্দিরে। খবর জি নিউজের।
জানা গেছে, মন্দির সংলগ্ন পুকুরে একটি অজনা বস্তু পাওয়া যায়। সেটি তুলে এনে মুখ খোলার চেষ্টা করতেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হন।
বিডি প্রতিদিন/কালাম