এর আগেও তিনি দাবি করেছিলেন জলবায়ু পরিবর্তনের বিষয়টি ভুয়া। পুরোটাই চীন তৈরি করেছে। একদিকে বিশ্বের ফুসফুস পুড়ছে তাই পৃথিবীর নানাদিকে প্রতিবাদ চলছে। হয়ত আমাজনের দাবানল বা অতিরিক্ত কার্বন-ডাই-অক্সাইড নিঃসরণ কোনোটাই তেমন প্রভাব ফেলতে পারেনি, ফলস্বরূপ জি৭ সামিটের বিশ্ব জলবায়ু পরিবর্তন বা ক্লাইমেট চেঞ্জ সেশনের আলোচনাতে উপস্থিত ছিলেন না ট্রাম্প। তাই একটি চেয়ার খালি রেখেই বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর সাত দেশ পরিবেশের ভারসাম্য রক্ষার্থে এই বিষয়গুলো নিয়ে তর্কবিতর্ক ও আলোচনা সারেন।
পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্পের সোমবারের এই বৈঠকে উপস্থিত থাকার কথা ছিল কিন্তু তিনি ছিলেন না। জি৭ সামিটে এইদিনের আলোচ্য বিষয়গুলেঅ ছিল জলবায়ু, পরিবেশের ভারসাম্য ও বিভিন্ন মহাসাগর। ফ্রান্সের প্রেসিডেন্ট ও জি৭ সামিটের উদ্যোক্তা ইমান্যুয়েল ম্যাক্রো বলেন, ট্রাম্পের পরিবর্তে সেখানে তার সহযোগীরা উপস্থিত ছিলেন।
ডোনাল্ড ট্রাম্প বরাবরি জলবায়ু পরিবর্তনের বিষয়টি নিয়ে সংশয় প্রকাশ করেছেন, সোজা কথায় অবিশ্বাস নাস্তিকতায় পরিণত হয়েছে। এর আগে তিনি দাবি করেছিলেন, জলবায়ু পরিবর্তনের বিষয়টি পুরোটাই ভুয়ো যা চীনাদের তৈরি। এই বিশ্বাসের জেরেই ২০১৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্রকে প্যারিস ক্লাইমেট অ্যাকর্ড থেকে সরিয়ে রাখেন, যার ফলে কার্বন-ডাই-অক্সাইড নিঃসরণ কমানোর জন্য বিশ্বের অনেক যৌথ প্রচেষ্টা অনেকাংশে ব্যর্থ হয়।
যেই সময় ক্লাইমেট চেঞ্জ সেশন চলছিল সেইসময় তিনি ওয়ান-টু-ওয়ান বৈঠকে ব্যস্ত ছিলেন। এরপরই মোদির সঙ্গে হাতে হাত রেখে মসকরায় বেশ খোশমেজাজেই ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সময় তার অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠলে তিনি বলেন, এটাই আমার আগামী পরিকল্পনা। আমি নির্মল বাতাস ও প্রিস্কার জল চাই। কিন্তু তিনি তা কখনই প্রকাশ্যে আনেন না। সূত্র : কলকাতা 24x7।
বিডি-প্রতিদিন/শফিক