আগুনে পুড়ছে পৃথিবীর ‘ফুসফুস’ খ্যাত আমাজন জঙ্গল। এই ইস্যুতে ব্রাজিলের বিরুদ্ধে জোটবদ্ধ হয়েছে ফ্রান্স-সহ জি৭-এর অন্তর্ভূক্ত দেশগুলো।
আমাজনের অগ্নিকাণ্ডের জন্য তারা ব্রাজিল প্রেসিডেন্টের কঠোর সমালোচনা করেছেন।
এমন পরিস্থিতিতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর স্ত্রী ব্রিজেট দেখতে তেমন সুন্দর নয় বলে ইঙ্গিত করে আপত্তিকর মন্তব্য করেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো।
এতে চটে যান ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো। এই ঘটনার তীব্র নিন্দা করে ম্যাক্রো বলেন, “আমার স্ত্রীকে নিয়ে অসম্ভব অভদ্র মন্তব্য করা হয়েছে।”
উল্লেখ্য, বোলসোনারোর এক সমর্থক ফেসবুকে ৬৫ বছর বয়সী ফরাসি ফার্স্ট লেডির (বয়সে বোলসোনারোর স্ত্রী মিশেলের থেকে ২৮ বছরের বড়) একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, “এটা দেখেই বোঝা যায় কেন বোলসোনারোর পিছনে পড়ে রয়েছেন ম্যাক্রোর?”
জবাবে বোলসোনারো লিখেছিলেন, “লোকটাকে অপমান করবেন না, হা হা।”
ম্যাক্রোর আক্ষেপ, “কী আর বলব? খুবই দুঃখ লাগছে, তার জন্য, ব্রাজিলের মানুষের জন্য।”
সূত্র: সিএনএন, গ্লোবালনিউজ
বিডি প্রতিদিন/কালাম