পাকিস্তানে সরকার গড়ার পর থেকেই খরচ কমাতে সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা তুলে নেন প্রধানমন্ত্রী ইমরান খান। এবার সরকারি বৈঠকগুলোতে চা-বিস্কুটের ব্যবস্থাও বন্ধ করে দিলেন ইমরান খান।
সম্প্রতি পাক সরকারের পক্ষ থেকে একটি নির্দেশ জারি করা হয়েছে। এতে বলা আছে, কোনো সরকারি বৈঠকে এবার থেকে আর চা-বিস্কুট দেওয়া হবে না।
শুধু তাই নয়, নতুন গাড়ি কিংবা বিলাসবহুল পণ্য ব্যবহারের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সরকারি প্রতিষ্ঠানগুলোতে এখন থেকে শুধু একটিমাত্র সংবাদপত্রই রাখা হবে। পাশাপাশি এসব নির্দেশিকা ঠিকঠাক পালন করা হচ্ছে কিনা এবং সব হিসাব রাখার জন্য অফিসারও নিয়োগ করা হবে। টেলিফোন, বিদ্যুৎ, গ্যাসের ব্যবহার কমানোরও নির্দেশ দেওয়া হয়েছে সরকারি কর্মকর্তা ও মন্ত্রীদের।
ঋণে জর্জরিত পাকিস্তান। তার ওপর আবার জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা সম্বলিত ৩৭০ ধারা তুলে নেয়ার প্রতিক্রিয়ায় ভারতের সঙ্গে সব ধরনের রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছেন ইমরান। এতে দু'দেশেরই ক্ষতি হচ্ছে।
বেহাল অর্থনীতির মধ্যে দেশের বাজেটে ঘাটতি কমাতে তাই নান পদক্ষেপ নিচ্ছে পাকিস্তান সরকার। তারই সবশেষ সহযোজন এটি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন