'হালাল মাংস' বলায় ফাস্ট ফুড জগতে অনন্য নাম ম্যাকডোনাল্ডসকে বর্জনের ঘোষণা দিয়েছে ভারতের ডানপন্থী হিন্দুরা। 'ভারতের সকল রেস্টুরেন্টে হালাল মাংস সরবরাহ করা হয়'- ম্যাকডোনাল্ডস-ইন্ডিয়ার পক্ষ থেকে টুইটারে এ ঘোষণা দেওয়ার পর থেকেই এই বর্জনের ঘোষণা আসে। খবর আল-জাজিরা।
এক টুইটের জবাবে ম্যাকডোনাল্ডস জানিয়েছে, 'আমাদের সকল রেস্তোঁরায় হালাল খাবার সরবরাহ করা হয়। আপনি এ ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য প্রয়োজনে সংশ্লিষ্ট রেস্তোরাঁ পরিচালকদের জিজ্ঞাসা করে জেনে নিতে পারেন।'
ভারতে এমন ঘোষণার পর এখন অনেকে প্রশ্ন তুলেছে, ম্যাকডোনাল্ডস ভারতে কেন হালাল মাংস পরিবেশন করবে, যেখানে ১.৩ বিলিয়ন মানুষের ৮০ শতাংশই হিন্দু। সূত্রে জানা যায়, একটি গ্রুপ হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ ভারত থেকে ম্যাকডোনাল্ডসকে নিষিদ্ধ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং ওই গ্রুপে হিন্দুদের যোগদানের আহ্বান জানানো হচ্ছে।
যদিও বিখ্যাত আন্তর্জাতিক এ খাবার প্রতিষ্ঠান নিরামিষভোজীদের জন্য ভেজিটেবল বা সবজির বিভিন্ন খাবারের সু-ব্যবস্থা রেখেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার