মাদারীপুর জেলা মডেল জামে মসজিদ উদ্বোধন ও ইমাম, মুয়াজ্জিন, খাদেম, নাইট গার্ড নিয়োগ দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। সোমবার সকালে এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের ব্যানারে জেলা সদর জামে মডেল মসজিদের নিচতলায় এ সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ সড়ক পরিবহন বাস-মালিক সমতির মাদারীপুর জেলা শাখার সভাপতি কে এম তোফাজ্জল হোসেন ছান্টু জানান, মাদারীপুর জেলা মডেল জামে মসজিদের দীর্ঘদিন আগে কাজ শেষ হলেও অদৃশ্য কারণে উদ্বোধন করা হয়নি। এবং আমাদের আগের পুরনো টিনের ঘরেই নামাজ পড়তে হচ্ছে। দূর দুরান্ত থেকে আসা মুসল্লিদের অনেক সমস্যার মধ্যে পড়তে হয়।
বর্তমান ইমামের বিরুদ্ধে নানা অভিযোগ করেছেন মুসল্লীরা বর্তমান ইমামকে অপসারণ করে নতুন ইমাম নিয়োগের দাবিও জানানো হয়। মডেল মসজিদে নতুন করে ইমাম, মুয়াজ্জিন, নাইটগার্ড নিয়োগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এবং মডেল মসজিদটি উদ্বোধন করে নতুন ভবনে নামাজ পড়ার সুযোগ করে দেয়া ও নতুন ইমাম নিয়োগের জোর দাবি জানান।
এসম আরো উপস্থিত ছিলেন ফিরোজ শিকদার, রাজন মাহমুদ, সাবেক নাজির গোলাম মস্তফা, সাহাবদ্দিন আহমেদ লিটন, ওবাইদুল হক বাদলসহ জেলার ধর্মপ্রাণ মুসল্লিগণ।
বিডি প্রতিদিন/হিমেল