রংপুরের বদরগঞ্জে পানিতে ডুবে মাদ্রাসাপড়ুয়া দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার (৭ জুলাই) দুপুরে বদরগঞ্জ উপজেলার পাকার মাথা রেলসেতুর পাশে যমুনেশ্বরী নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়।
মারা যাওয়া দুই শিশু হলো- দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার শিমুলবাড়ী গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে মেহেদী হাসান সিয়াম (১৩) ও দিনাজপুরের পার্বতীপুর উপজেলার লক্ষণপুর গ্রামের আফতাব হোসেনের ছেলে আলিফ হোসেন (১২)। তারা বদরগঞ্জের জামিয়াতুস সুন্নাহ দারুল উলুম মাদ্রাসার আবাসিক শিক্ষার্থী।
মাদ্রাসা শিক্ষক আসাদুল হক বলেন, রবিবার আশুরার ছুটির কারণে মাদ্রাসার আবাসিক শাখায় দিনে পাঠদান বন্ধ ছিল। এ কারণে সকাল ১০টার দিকে মাদ্রাসায় অধ্যয়নরত বড় শিক্ষার্থীদের বাইরে ফুটবল খেলার অনুমতি দিয়ে ছোট শিক্ষার্থীদের মাদ্রাসার ভেতরে রাখা হয়েছিল। ছোট ওই তিন শিশু শিক্ষার্থী মাদ্রাসার পেছনের প্রাচীর টপকিয়ে বাইরে চলে যায়।
বদরগঞ্জ থানার ওসি এ কে এম আতিকুর রহমান বলেন, ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়দের সহায়তায় নদী থেকে দুই শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
বিডি প্রতিদিন/জামশেদ