নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করতে মরিয়া বিশ্বের ক্ষমতাধর দেশগুলো। তারই জের ধরে তুরস্কে পৌঁছেছে রাশিয়ার এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার দ্বিতীয় চালান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, মঙ্গলবার তুরস্কের রাজধানী আংকারার মুরতেদ বিমান ঘাঁটিতে ওই চালান পৌঁছায়। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক বার্তায় তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় এ ঘটনা নিশ্চিত করেছে। বার্তায় আরও বলা হয়, আগামী একমাসব্যাপী এ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চালান সরবরাহ চলবে।
এর আগে চলতি বছরের জুলাই মাসে এস-৪০০-র প্রথম চালানটি তুরস্কে পৌঁছায়।
উল্লেখ্য, তুরস্ক প্রথমে তাদের যুক্তরাষ্ট্রের কাছ থেকেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে চেয়েছিল। কিন্তু, পরবর্তীতে ওই প্রক্রিয়া প্রত্যাশার চেয়ে অনেক বেশি বিলম্বিত হতে থাকায় ২০১৭ সালের এপ্রিলে এস-৪০০ কেনার ব্যাপারে রাশিয়ার সঙ্গে চুক্তি করে তারা। এদিকে, রাশিয়ার কাছ থেকে তুরস্কের এ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার বিরোধিতা করে যুক্তরাষ্ট্র।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ