মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, ২০২০ সালের প্রতিনিধি পরিষদ নির্বাচনে ডেমোক্র্যাটরা যদি হেরে যায় তাহলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সফলতার সঙ্গে ইম্পিচ করা লাভজনক হবে। প্রেসিডেন্ট ট্রাম্পের ইমপিচমেন্টের ব্যাপারে আনুষ্ঠানিক তদন্ত শুরুর ঘোষণা দেয়ার কয়েকদিন পর পেলোসি এ মন্তব্য করলেন।
মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট দলের প্রায় সবাই এই তদন্তের প্রতি সমর্থন জানিয়েছেন। তবে এখনো এক ডজন মতো সদস্য সমর্থন ঘোষণা করতে বাকি রয়েছেন। মার্কিন প্রতিনিধি পরিষদে বিরোধী ডেমোক্র্যাট দলের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।
ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত প্রতিনিধি পরিষদের সদস্য ন্যান্সি পেলোসি বলেন, রাজনীতির চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে প্রেসিডেন্টকে কংগ্রেসের কাছে জবাবদিহি করার জন্য সহযোগিতা করা।
পরিষদের নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কিনা। জবাবে পেলোসি বলেন, “এটি কোনো বিষয় নয়, আমাদের প্রধান দায়িত্ব হচ্ছে আমেরিকার সংবিধানকে রক্ষা করা। জনগণ বলে এটা করতে আপনাদেরকে রাজনৈতিক ঝুঁকি নিতে হবে। সেটি কোনো বিষয় নয় কারণ আমাদের দেশে এমন কোনো প্রেসিডেন্ট থাকা উচিত নয় যিনি তার শপথকে ক্ষুন্ন করবেন। প্রেসিডেন্ট আমাদের দেশের নিরাপত্তা এবং নির্বাচন ব্যবস্থাকে খর্ব করেছেন।”
ন্যান্সি পেলোসি দাবি করেন, প্রেসিডেন্ট ট্রাম্পের ইম্পিচমেন্টের ব্যাপারে যে তদন্ত চলছে তার প্রতি আগের চেয়ে এখন অনেক বেশি মানুষ সমর্থন দিচ্ছে। তিনি বলেন, জনস্রোতে এখন সম্পূর্ণভাবে বদলে গেছে। সূত্র : পার্সটুডে।
বিডি-প্রতিদিন/শফিক