জম্মু ও কাশ্মীরের ৩৭০ ধারা বাতিল করা ভারতের অভ্যন্তরীণ বিষয় হিসেবে মানতে নারাজ প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান। সম্প্রতি ইউরোপীয় পার্লামেন্টে কাশ্মীর ইস্যু নিয়ে এর পক্ষে-বিপক্ষে এক বিশেষ বিতর্ক হয়। এতে ব্রিটিশ লেবার পার্টির রাজনীতিবিদ, ইউরোপীয় পার্লামেন্টে ওয়েস্ট মিডল্যান্ডের সদস্য ভারতীয় বশোংদ্ভূত নিনা গিল কাশ্মীর প্রসঙ্গে ভারতের পক্ষ নিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরেন। একইসঙ্গে পাকিস্তানের কড়া সমালোচনা করেন তিনি। নিউজ এইটটিনকে দেওয়া এক সাক্ষাৎকারে যা নিয়ে খোলাখুলি কথা বলেছেন তিনি।
নিনা গিল মনে করেন, ৩৭০ ধারা বাতিল কাশ্মীরের জনগণের মানবাধিকার কেড়ে নেওয়া নয়, বরং এটা তাদের অধিকার নিশ্চিত করা।
তিনি বলেছেন, মানবাধিকার, নারীদের শিক্ষার অধিকার, শিশুদের অধিকার এবং তিন তালাকের মতো বিতর্কিত বিষয়গুলো বিশ্বের বিভিন্ন দেশে ইস্যু হয়ে দাঁড়িয়েছে। অথচ ভারতীয় নাগরিকদের জন্য এটা কোনও ইস্যু নয়। কাশ্মীরের জনগণ এসব অধিকার ও আইনের বাইরে রয়েছে।
ইউরোপীয় পার্লামেন্টের এই সদস্য আরও বলেন, বলা হচ্ছে ভারত কাশ্মীরিদের গৃহবন্দী করে রেখেছে, সেখানে তাদের কোনও অধিকার নেই এবং তাদের ওপর জোর করে ভারতের আগ্রাসন চাপিয়ে দেওয়া হচ্ছে। এগুলো তাদের অপপ্রচার এবং এর কোনও স্বচ্ছতা নেই।
নিনা গিল দাবি করেন, কাশ্মীরের ৩৭০ ধারা বাতিল করে যেসব পদক্ষেপ ভারত নিয়েছে তাতে ভালই হয়েছে। যারা এ উপত্যকা অস্থিতিশীল করতে চেয়েছে তাদের যোগাযোগ নষ্ট করে দিতে ভারত সেখানে কড়াকড়ি আরোপ করে। যার ফলে সেখানে কোনও সন্ত্রাসবাদীরা অঘটন ঘটাতে পারেনি, ঘটেনি কোনও হতাহতের ঘটনাও। মৌলিক বিষয়টি ঠিক রেখে সেখানে পার্শ্ববর্তী দেশের অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের পরিকল্পনা আটকে দিতেই ভারত উপযোগী ব্যবস্থা নেয়।
এছাড়াও নিনা গিল পাকিস্তান অধিকৃত কাশ্মীর (আজাদ কাশ্মীর) নিয়েও কথা বলেন ওই সাক্ষাৎকারে। তিনি বলেন, আজাদ-কাশ্মীরের কেউ পাকিস্তানের বিরুদ্ধে কথা বললে তাকে গুম করে দেওয়া হয়। তাদের নির্বাচন করতে দেওয়া হয় না। এমনকি গণতান্ত্রিকভাবে কোনও জনপ্রতিনিধি হওয়ারও সুযোগ নেই পাকিস্তান অধিকৃত কাশ্মীরিদের। সেখানে পাকিস্তান সরকারের বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পায় না। পাকিস্তান সরকারের সীমাহীন কড়াকড়িতে সেখানে মানুষের মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে।
তিনি আরও বলেন, পাকিস্তান কাশ্মীরের মানবাধিকার ইস্যুতে ভারতকে বারবার দোষারোপ করলেও আজাদ-কাশ্মীরে তারা নিজেরাই প্রশ্নবিদ্ধ।
বিডি-প্রতিদিন/শফিক/কালাম