২৩ অক্টোবর, ২০১৯ ১৪:৫৩

বিশ্বে নারীদের জন্য সর্বোত্তম দেশ নরওয়ে

অনলাইন ডেস্ক

বিশ্বে নারীদের জন্য সর্বোত্তম দেশ নরওয়ে

জীবনমানের দিক থেকে এগিয়ে থাকায়, নারীদের জন্য সর্বোত্তম দেশের শীর্ষে রয়েছে নরওয়ে। মঙ্গলবার, দেশটির রাজধানী ওসলোর জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্রের নারী, শান্তি ও নিরাপত্তা সূচকে এ তথ্য উঠে আসে।

অর্থনৈতিক উন্নয়নে নারীদের অংশগ্রহণ এবং তাদের জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টিতে ভূমিকা রাখায় নরওয়েকে সর্বোচ্চ নম্বর দিয়েছে এই সূচক। কর্মসংস্থান, নিরাপত্তা, রাজনীতিতে অংশগ্রহণ ও ব্যাংকে লেনদেনের নারীদের ভূমিকা নিয়ে বিশ্বের ১৬৭ দেশের তথ্য অনুয়ায়ী এই তালিকা তৈরি করেছেন গবেষকরা।

নারীদের উন্নত জীবনমানের দিকে থেকে দ্বিতীয় স্থানে সুইজারল্যান্ড, তৃতীয় স্থানে ফিনল্যান্ড ও চতুর্থ স্থানে ডেনমার্কের নাম উঠে এসেছে। আর, নারীদের অবস্থার অবনতির জন্য তালিকার সবচেয়ে নিচের দিকে রয়েছে দক্ষিণ সুদান, পাকিস্তান, সিরিয়া, আফগানিস্তান ও ইয়েমেন।

নারী, শান্তি ও নিরাপত্তা সূচকের মতে, ২০১৭ সালের পর থেকে বিশ্বের ৫৯টি দেশের নারীদের জীবনমানের ব্যাপক অগ্রগতি হয়েছে। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর