২৩ অক্টোবর, ২০১৯ ১৭:৩৩

অবশেষে অপরাধী প্রত্যর্পণ বিল বাতিল করল হংকং

অনলাইন ডেস্ক

অবশেষে অপরাধী প্রত্যর্পণ বিল বাতিল করল হংকং

চলমান বিক্ষোভের মুখে অবশেষে অপরাধী প্রত্যর্পণ বিল বাতিল করল হংকং। এর আগে প্রচণ্ড চাপের মুখে এই বিলটি স্থগিত করা হয়।

বুধবার আনুষ্ঠানিকভাবে বিতর্কিত সেই অপরাধী প্রত্যর্পণ বিল প্রত্যাহার করে হংকং আইনসভা।

এদিকে, প্রত্যর্পণ বিল বাতিলের পরও সন্তুষ্ট নয় বিক্ষোভকারীরা। শুরুতে কেবলমাত্র এ বিল বাতিলের দাবিতেই বিক্ষোভের সূত্রপাত হলেও, পরবর্তীতে আরও কিছু নতুন দাবি যুক্ত হয়। তাদের এসব দাবির মধ্যে অন্যতম ছিল বিক্ষোভকে দাঙ্গা হিসেবে অভিহিত না করা ও এ পর্যন্ত আটকদের অবিলম্বে ছেড়ে দেওয়া, বিক্ষোভকারীদের ওপর হামলা চালানো পুলিশদের বিচারের আওতায় আনা ইত্যাদি। 

তবে আইনসভা বিক্ষোভকারীদের এসব দাবির ব্যাপারে কিছু বলেনি। হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি ল্যাম বলেন, বিক্ষোভকারীদের অন্য দাবি পূরণ আমার হাতে নেই। অন্যদিকে বিক্ষোভকারীরা স্লোগান দিচ্ছে ‘পাঁচ দফার এক দফাও কম নয়’। 

অপরাধী প্রত্যর্পণ বিলটি পাস হলে কেন্দ্র অর্থাৎ চীন চাইলেই যে কোনো অপরাধীকে হস্তান্তরে বাধ্য থাকতো হংকং। 

বিক্ষোভকারীদের মতে, এটি আইন আকারে পাস হলে স্বায়ত্ত্বশাসন ভোগ করা হংকংয়ের ওপর চীনের খবরদারি অনেকাংশে বেড়ে যেতো। হুমকির মুখে পড়তো তাদের গোটা বিচার ব্যবস্থা।

১৯৯৭ সালে যুক্তরাজ্য থেকে হংকং চীনের কাছে পুনরায় হস্তান্তরিত হওয়ার পর এটাই সবচেয়ে বড় আন্দোলন। প্রত্যর্পণ বিল যেন বাস্তবায়ন করা না হয় সে জন্য সরকারের ওপর যথাসাধ্য চাপ প্রয়োগ করতে রাজপথে নামেন বিক্ষুব্ধ জনতা।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর