দক্ষিণ লেবাননের আকাশসীমা থেকে ইসরায়েলের আরও একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।
লেবাননের সরকারি জাতীয় বার্তা সংস্থা বুধবার জানিয়েছে, দক্ষিণ লেবাননের কে-ফারকেলা গ্রামের ফাতিমা প্রবেশদ্বারের কাছে একজন নাগরিক একটি শিকারি বন্দুক দিয়ে ড্রোনটি গুলি চালিয়ে ভূপাতিত করে।
তবে লেবাননের এনটিভি বলেছে, হিজবুল্লাহ যোদ্ধারা ওই ড্রোন ভূপাতিত করেছে।
ইসরায়েলের সেনাবাহিনীও তাদের একটি ড্রোন খোয়া যাওয়ার কথা স্বীকার করেছে। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, নিরাপত্তার অভিযান চালানোর সময় ড্রোনটি খোয়া যায়।
ইসরায়েলের সামরিক বাহিনীর একজন মুখপাত্র জানান, কিছুক্ষণ আগে রুটিন নিরাপত্তা অভিযানের সময় লেবানন সীমান্তে ইসরায়েলি বাহিনীর একটি ড্রোন ভূপাতিত হয়েছে।
এর আগে, গত ২৫ আগস্ট ইসরায়েলের দুটি ড্রোন হিজবুল্লাহ যোদ্ধারা ভূপাতিত করেছিল।
সূত্র: পার্সটুডে
বিডি প্রতিদিন/কালাম