প্রতিবাদ জানাতে নিজের শরীরে আগুন লাগিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করলেন এক ব্যক্তি। তাও আবার যে সে জায়গায় নয়, জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার সদর দফতরের সামনে।
ঘটনাস্থল সুইজারল্যান্ডের জেনেভায়। জানা গেছে, শরীরে আগুন দেওয়া ৩১ বছর বয়সী ওই ব্যক্তি একজন সিরিয়ার কুর্দি। বর্তমানে সে জার্মানির বাসিন্দা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকালে। ঘটনার পরপরই আশপাশের লোকজন এগিয়ে আসেন ওই ব্যক্তিকে বাঁচাতে। পরবর্তীতে একটি হেলিকপ্টারে করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
জেনেভা পুলিশ সূত্রে জানা গেছে, ওই ব্যক্তির আত্মহত্যার চেষ্টার কোনও কারণ বা ব্যাখ্যা এখনও পর্যন্ত পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, আমরা এই ঘটনার কারণ অনুমান করতে পারি কিন্তু নিশ্চিত হতে পারি না। কারণ পুলিশ পৌঁছানোর আগে থেকেই ওই ব্যক্তি কথা বলার মতো অবস্থায় ছিলেন না।
সম্প্রতি সিরিয়ায় তুরস্কের অভিযানের প্রতিবাদে আন্দোলনে নেমেছে যুক্তরাষ্ট্রে বসবাসরত সিরিয়ার কুর্দিরা। এদিন ওই ব্যক্তির আত্মহত্যার চেষ্টা ওই প্রতিবাদেরই অংশ হতে পারে বলে মনে করা হচ্ছে। সূত্র : কলকাতা টাইমস।
বিডি প্রতিদিন/শফিক