পদত্যাগের কোনো প্রশ্নই আসে না বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন, আমি বিরোধী দলের এজেন্ডাগুলো বুঝতে পারছি না। এদিকে, আগামী ৩১ অক্টোবর ইসলামাবাদে সরকারবিরোধী 'আজাদি মার্চ'-এর আহ্বান জানিয়েছেন দেশটির বিরোধী দল জামিয়াত উলেমা-ই-ইসলামের প্রধান মাওলানা ফজল। তবে ইমরান খান জানিয়েছেন, তিনি এই সমাবেশকে কেন্দ্র করে কোনো চাপ নিচ্ছেন না।
পাকিস্তানের রক্ষণশীল ধর্মীয় সংগঠন জামিয়াত উলেমা-ই-ইসলাম-ফজল (জেইউআই-এফ) দলের নেতা ফজল-উর-রেহমানের ইমরানবিরোধী এই প্রচারণায় সমর্থন জানিয়েছে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও বেনজির ভুট্টোর নেতৃত্বাধীন বিরোধী দলগুলো। তবে কোনো ধরনের অসাংবিধানিক পদক্ষেপকে তারা সমর্থন করবে না বলে জানিয়েছে। ফজল-উর-রেহমান বলেছেন, ক্রিকেটার থেকে রাজনীতিবিদ হওয়া ইমরান খানের সরকার 'অযোগ্য ও অবৈধ'। এদিকে, বুধবার এক সাংবাদ সম্মেলনে বিরোধী দলের ওই সমাবেশে নিয়ে নিজের মতামত তুলে ধরে ইমরান খান জানিয়েছেন, পররাষ্ট্র নীতি, বেকারত্বসহ বেশ কিছু ইস্যু নিয়ে আজাদি মার্চ করবে বিরোধী দল।
বিডি প্রতিদিন/এ মজুমদার