ইরানের উপর শত শত টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র মারার হুমকি দিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ।
তিনি বলেছেন, তেহরান রেড লাইন অতিক্রম করলে আমেরিকা, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সাহায্যে ইরানের ওপর টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র মারা হবে।
সম্প্রতি ইতালির সংবাদপত্র ‘কুরিয়ার ডেলা সেরা’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই হুমকি দেন। ইসরায়েল কাৎজ বলেন, ইরানের ওপর বোমা বর্ষণের বিষয়টিও ইসরায়েলের বিবেচনায় রয়েছে।
রেড লাইনের ব্যাখ্যায় ইজরায়েল কাৎজ বলেন, “আমরা ইরানকে পরমাণু অস্ত্রের মজুদ গড়ে তোলার সুযোগ দেব না। ইরান যদি তা করে তাহলে তাদের বিরুদ্ধে সর্বশেষ উপায় হিসেবে আমরা সামরিক ব্যবস্থাকে বেছে নেব।”সূত্র: পার্সটুডে
বিডি প্রতিদিন/কালাম