অ্যান্টার্কটিকায় ক্রমশই কমছে চিনস্ট্র্যাপ পেঙ্গুইনদের সংখ্যা। গ্রিনপিসের একটি সমীক্ষা বলছে, গত ৫০ বছরে অন্তত ৭৭ শতাংশ কমেছে পেঙ্গুইনের সংখ্যা, আর এর জন্য জলবায়ু পরিবর্তনকেই দায়ী করছেন পরিবেশবিদরা।
ঠোঁটের নীচে কালো একটা দাগের কারণেই পেঙ্গুইনগুলোর এমন নামকরণ। অ্যান্টার্কটিকার এলিফ্যান্ট দ্বীপ চিনস্ট্র্যাপ পেঙ্গুইনদের বিচরণভূমি। সেই দ্বীপের প্রতিটি কলোনিতে অভিযান চালিয়ে পরিবেশবিদরা দেখেছেন, সর্বত্রই পেঙ্গুইনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। ১৯৭১ সালের সমীক্ষার থেকে পেঙ্গুইনের সংখ্যা কমেছে প্রায় ৬০ শতাংশ। কোনও কোনও কলোনিতে সংখ্যাটা ৭৭ শতাংশেরও বেশি!
বিডি প্রতিদিন/ ওয়াসিফ