বিশ্বজুড়ে মহামারী রূপ নিয়েছে করোনাভাইরাস। এরই মধ্যে বাতিল হয়েছে বিভিন্ন প্লেনের ফ্লাইটও। তাই ভারত সফরে এসে বিপাকেই পড়েছেন রাশিয়ার এক দম্পতি। এদিকে, টাকাও ফুরিয়ে আসছে তাদের। তাই নিজেদের বিশ্বভ্রমণের ছবি দিল্লিতে বসে বিক্রি করছেন ভিক্টর ও অ্যানা। লোধি গার্ডেনের এই দৃশ্য অবাক করেছে অনেককেই।
কবে দেশে ফিরতে পারবেন কিছুই আপাতত বুঝতে পারছেন না ভিক্টর-অ্যানা। লোধি গার্ডেনে একটি কার্ডবোর্ডে তারা নিজেদের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তাতে লেখা 'হেলো! আমরা ভারতের সংস্কৃতি সম্পর্কে জানতে এখানে এসেছিলাম। আমাদের সফরের ছবি স্বল্প দামে বিক্রি করছি। আমরা মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই টাকা খাবার ও হোস্টেলে খরচ করব।'
অ্যানা জানিয়েছেন, 'আমরা তিন মাস ভারতে এসেছি। ২৩ মার্চ এয়ার আস্তানায় মস্কো ফিরে যাওয়ার কথা ছিল। সেই প্লেন বাতিল হয়ে গেছে। এখন আমাদের টাকা প্রায় শেষ। অনেক ভারতীয় আমাদের সাহায্য করছেন। তাদের বাড়িতে থাকতে দিয়েছেন। কবে বাড়ি ফিরতে পারব জানি না। তাই টাকা জোগাড় করতে হবে। কবে বিমানের টিকিট কাটতে পারব, জানি না।'
বিডি-প্রতিদিন/ওয়াসিফ