৮ এপ্রিল, ২০২০ ১৯:৫৫

লকডাউনেও সম্পত্তির পরিমাণ বেড়েছে এই শিল্পপতির!

অনলাইন ডেস্ক

লকডাউনেও সম্পত্তির পরিমাণ বেড়েছে এই শিল্পপতির!

প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবেলা বিশ্বজুড়ে চলছে লকডাউন। লকডাউনে আর্থিক ক্ষতির মুখে প্রায় গোটা বিশ্ব। লকাডাউনের কারণে সম্পত্তির পরিমাণ কমেছে ভারতের প্রায় সব শিল্পপতির। কিন্তু একমাত্র ব্যতিক্রম রাধাকৃষ্ণ দামানি। 

দামানিই একমাত্র ভারতীয় বিলিওনিয়ার, লকডাউনের মধ্যেও যার সম্পত্তির পরিমাণ বেড়েছে।

লকডাউনের কারণে সম্পত্তির পরিমাণ কমেছে ভারতের শীর্ষ  ধনী ব্যক্তি মুকেশ আম্বানির। সম্পত্তি কমেছে গৌতম আদানি, শিব নাদার এবং উদয় কোটাকেরও। কিন্তু এর মধ্যেও লাভের মুখ দেখেছেন অ্যাভিনিউ সুপারমার্টস লিমিটেডের প্রধান রাধাকৃষ্ণ দামানির। মোট সম্পত্তির পরিমাণ ৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ১০.২ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

ভারতের প্রথম যে ১২ জন ধনী ব্যক্তির সম্পত্তির হিসেব রাখে ব্ল‌ুমবার্গ বিলিওনিয়ার ইনডেক্স, তাদের মধ্যে রয়েছেন রাধাকৃষ্ণ দামানি। এই বছর অ্যাভিনিউ সুপারমার্টের মার্কেট শেয়ার দর ১৮ শতাংশ পর্যন্ত বেড়েছে। মুম্বাইয়ের এক কামরা ঘরে বড় হওয়া দামানি লকডাউনের সুবিধ পেয়েছেন।


বিডি-প্রদিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর