যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যার জেরে এখনো বর্ণবাদ বিরোধী আন্দোলন চলছে। গতকাল রবিবার বিভিন্ন শহরের সমাবেশ থেকে পুলিশী আইন সংস্কারের দাবি উঠে। এর মধ্যে মিছিলে কাঁদুনে গ্যাস এবং রাবার বুলেট নিক্ষেপের বিধিও চিরতরে নিষিদ্ধের দাবি উঠে।
কোন কোন স্থানের বক্তারা পুলিশের বাজেট কমিয়ে তা হাসপাতাল এবং নার্সারি স্কুল পরিচালনায় ব্যয়ের আহবান জানান।
এদিকে, রাজপথের দাবির সাথে সংহতি প্রকাশ করেছেন নিউইয়র্ক সিটি মেয়র বিল ডি ব্লাসিয়ো। তিনি রবিবার বলেন, পুলিশ বিভাগের বিশাল বাজেট কিছুটা কমিয়ে সে অর্থ ব্যয় করা হবে যুব সমাজের কল্যাণে। বিশেষ করে কৃষ্ণাঙ্গ সম্প্রদায়ের তরুণ-তরুণীদের উচ্চ শিক্ষায় বিভিন্ন পরিকল্পনা গ্রহণের কথা বলেছেন মেয়র।
এ সময় মেয়র বিল ডি ব্লাসিয়ো নিউইয়র্কের পুলিশ বাহিনীর প্রশংসা করে বলেন, তারা এ সিটির নিরাপত্তা সুসংহত করার ক্ষেত্রে সর্বশক্তি নিয়োজিত রেখেছেন।
বিডি প্রতিদিন/ফারজানা