সম্প্রতি ভারত-চীন সীমান্তে উত্তেজনা চরমে পৌঁছেছে। দীর্ঘ এক মাসেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় অবশেষে মুখোমুখি হয়েছিল ভারত ও চীনের লেফট্যানেন্ট জেনারেল। আর তারপরই সমঝোতার বার্তা দিল চীন।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে যে, তারা ভারতের সঙ্গে কোনও বৈরিতা চায় না।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং সোমবার জানিয়েছেন, লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। চীন ভারতের সঙ্গে কোনওরকম বৈষম্য চায় না। আর এই বার্তা টুইট করে জানিয়েছেন, ভারতে চীনের রাষ্ট্রদূত সান উইডং।
টুইটে তিনি বলেন, সীমান্তের পরিস্থিতি নিয়ে ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে আলোচনা হয়েছে। সীমান্ত ইস্যু নিয়ে কূটনৈতিক ও সামরিক স্তরে আলোচনা হয়েছে।
কোনও বৈরিতা না করে চীন ভারতের সঙ্গে শান্তি বজায় রেখে কাজ করতে চায় বলে জানিয়েছেন হুয়া চুনিং।
তিনি আরও বলেন, ভারত ও চীনের সীমান্ত পরিস্থিতি স্থিতিশীল ও নিয়ন্ত্রণে আছে। চীন ও ভারতের মধ্যে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করার আগ্রহ আছে। সূত্র: কলকাতা২৪
বিডি প্রতিদিন/কালাম