দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে এক হোস্টেলে এলোপাতাড়ি গোলাগুলিতে অন্তত ৬ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন। দেশটির পুলিশ ক্যাপ্টেন কায় মাকুবেলা বলেন, সোমবার রাত ১১টায় গোলাগুলির এ ঘটনা ঘটে।
মঙ্গলবার তুরস্কের সংবাদমাধ্যম আনাদুলোর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
তিনি জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে যে, তিনজন বন্দুকধারী জাবুলানি নামে ওই হোস্টেলের রুমে অবস্থান করা ব্যক্তিদের ওপর রাইফেল ও হ্যান্ডগান দিতে এলোপাতাড়ি গোলাগুলি শুরু করে।
এতে ঘটনাস্থলেই ৫ জন নিহত হন এবং হাসপাতালে আরো একজন চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে মঙ্গলবার বিকেলে সাংবাদিকদের পুলিশ মন্ত্রী ভেকি সেলে জানান, গত ১ জুন থেকে এলকোহল বিক্রিতে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর থেকে দেশে অপরাধ বেড়ে গেছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ