যুক্তরাষ্ট্রে দাসপ্রথার অবসান স্মরণে দিনটিকে (১৯ জুন) নিউইয়র্ক সিটিতে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার এই ঘোষণা দেন নিউইয়র্ক সিটির মেয়র বিল দে ব্লাসিও।
এদিকে, বেশ কয়েকটি রাজ্য ইতিমধ্যে দিনটিকে সরকারি ছুটি হিসাবে পালন করে এবং এটিকে জাতীয় ছুটির দিন হিসাবে ঘোষণা করার দাবিও করা হয়।
১৮৬৫ সালের এই দিনে টেক্সাসে দাসপ্রথার বিলুপ্তি ঘটে। ঘটনাটি ঘটে ১৮৬২ সালের ২২ সেপ্টেম্বরে প্রেসিডেন্ট লিংকন ঘোষিত মুক্তি সনদের প্রায় তিন বছর পর।
যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধকালে জোটের অংশ থাকলেও টেক্সাস লিংকন ঘোষিত মুক্তি সনদ উপেক্ষা করে আসছিলো। তাই টেক্সাসের অধিবাসীদের জন্য মুক্তি সনদ ঘোষণার জন্য আর্মি জেনারেল গর্ডন গ্র্যাঞ্জার ২,০০০ ফেডারেল সৈন্য নিয়ে টেক্সাসের গ্যালভেস্টন বন্দরে পৌঁছান।
১৯ জুন ১৮৬৫, গ্যালভেস্টনের অ্যাশ্টন ভিলার বারান্দায় দাঁড়িয়ে গ্র্যাঞ্জার জনসমক্ষে “সাধারণ আদেশ নং ৩”-এর অংশ পাঠ করেন যার শুরুতে বলা হয়েছিল, “টেক্সাসের জনগণকে অবহিত করা হলো যে, যুক্তরাষ্ট্রের নির্বাহীর পক্ষ থেকে ঘোষিত সনদ অনুযায়ী সকল ক্রীতদাস মুক্ত।”
গ্যালভেস্টনের পূর্বতন ক্রীতদাসেরা রাস্তায় আনন্দোল্লাস করে। ঐতিহ্য হিসাবে টেক্সাসে জুনটিনথ উদযাপন শুরু হয়।
বিডি প্রতিদিন/আরাফাত