সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। শনিবার সকাল ৬টার দিকে ওসমানীনগর উপজেলার কুরুয়া এলাকায় দুই বাসের মধ্যে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাজু (২৫) ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার নাগারদিয়া গ্রামের জাফর শেখের ছেলে।
ওসমানীনগর থানার ওসি মো. মোনায়েম মিয়া জানান, দুর্ঘটনায় দুই বাসের চালকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ