ভেনিজুয়েলার সরকার অঙ্গীকার ব্যক্ত করে বলেছে যে, কারাকাসের ওপর অবৈধ নিষেধাজ্ঞা আরোপ করার জন্য আমেরিকার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিতে মামলা করা হবে।
বৃহস্পতিবার ওয়াশিংটন মেক্সিকোর কয়েকটি কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। আমেরিকা দাবি করছে, এসব কোম্পানি মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে ভেনিজুয়েলার সঙ্গে লেনদেন করার চেষ্টা করছিল।
ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী জর্জ আরিয়াজা বলেছেন, “ভেনিজুয়েলার বিরুদ্ধে দিন দিন আমেরিকা নিষেধাজ্ঞার বৃত্ত বাড়াচ্ছে।
ওয়াশিংটন মনে করে, আমরা তেল রপ্তানি করতে পারব না এবং ভেনিজুয়েলা জনগণ খাদ্যপণ, ওষুধ এবং পেট্রোল ছাড়া চলবে। জাতিসংঘের বহুত্ববাদী ব্যবস্থাকে অবশ্যই কাজ করতে হবে। আমরা এই নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে যাব।”
বিডি প্রতিদিন/আরাফাত