চীনের প্রবল আপত্তি, চোখরাঙানিকে উপেক্ষা করেই পূর্ব লাদাখে গলওয়ান নদীর উপরে ৬০ মিটার লম্বা সেতুর কাজ শেষ করল ভারতীয় সেনা সদস্যরা।
বৃহস্পতিবারই এই সেতু নির্মাণের কাজ শেষ হয়েছে। গত কয়েক দিন ধরে গলওয়ানে ভারত-চীন সীমান্তে প্রবল উত্তেজনার মধ্যেও এই সেতুর কাজ থামায়নি ভারত।
উল্লেখ্য, ভারত-চীন সীমান্ত বিবাদের অন্যতম প্রধান কারণ এই সেতুর নির্মাণকাজ। এই সেতুর কাজ শেষ হওয়ায় প্রকৃত নিয়ন্ত্রণরেখা সংলগ্ন অঞ্চলে নিজেদের পরিকাঠামো আরও শক্তিশালী করে নিল ভারতীয় সেনাবাহিনী। আর তা নিয়েই চীনের যত আপত্তি।
জানা গেছে, এই সেতুর নির্মাণকাজ শেষ হওয়ায় হিমশীতল গলওয়ান নদী পার হওয়া ভারতীয় সেনা এবং সামরিক যানবাহনের পক্ষে অনেক সহজ হবে। পাশাপাশি দারবুক থেকে দৌলত বেগ ওল্ডি পর্যন্ত ২৫৫ কিলোমিটার দীর্ঘ রাস্তার উপরেও নজরদারি চালানো সহজ হবে ভারতীয় সেনাবাহিনীর পক্ষে।
এই সেতুর কাজ না করার জন্য গত কয়েকদিন ধরে ভারতীয় সেনার উপর চাপ দিয়ে গিয়েছে চীনা সেনারা। কিন্তু সেই আপত্তিকে পাত্তা না দিয়েই কাজ শেষ করলেন ভারতীয় সেনাবাহিনীর ইঞ্জিনিয়াররা।
লাদাখের দুর্গম ওই এলাকায় কৌশলগত দিক দিয়ে নজরদারি এবং নিরাপত্তার জন্য ভারতীয় সেনার কাছে এই সেতুর গুরুত্ব অপরিসীম। শীর্ষ সেনা কর্তারা জানিয়েছেন, ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী ওই অঞ্চলে পরিকাঠামো উন্নয়নের কাজ অব্যাহত থাকবে।
চারটি স্প্যানের এই বেইলি ব্রিজটি শাইয়ক এবং গলওয়ান নদীর সঙ্গমস্থলের তিন কিলোমিটার পূ্র্বে তৈরি করা হয়েছে। ১৪এ প্যাট্রলিং পয়েন্ট থেকে এই সেতুটি ২ কিলোমিটার দূরে অবস্থিত। এক সিনিয়র সেনা কর্তা জানিয়েছেন, ‘১৫ জুন রক্তক্ষয়ী সংঘর্ষের পরেও এই সেতুর নির্মাণকাজ বন্ধ করিনি।’ সূত্র: নিউজ এইটটিন
বিডি প্রতিদিন/কালাম