স্মরণকালে এমন নাজুক পরিস্থিতি কখনোই দেখেননি আমেরিকানরা। ‘আমেরিকান সাইকোলজিক্যাল এসোসিয়েশন’ পরিচালিত সাম্প্রতিক এক জরিপে আমেরিকানদের মধ্যে সৃষ্ট হতাশা, ক্ষোভ এবং ভবিষ্যত সম্পন্ন প্রচণ্ড অনিশ্চয়তার প্রকাশ ঘটেছে।
১৯ জুন প্রকাশিত ‘স্ট্রেস ইন আমেরিকা ২০২০’ শিরোনামের এই জরিপ প্রতিবেদনে বলা হয়েছে, ৮৩% আমেরিকানই প্রচণ্ড চাপে রয়েছেন। মানসিক, অর্থনেতিক এবং রাজনৈতিক চাপে থাকায় কেউই যুক্তরাষ্ট্রের সুন্দর ভবিষ্যতের ব্যাপারে নিশ্চিত নন। স্বাধীনতা বলতে কিছুই নেই। রাজনীতিবিদদের ভাষণ এবং গণমাধ্যমে স্বাধীনতা বিষয়ে নানা লেখা প্রকাশ পেলেও বাস্তবে স্বাধীনতার প্রতিফলন ঘটছে না। এ অবস্থায় আমেরিকা প্রতিষ্ঠার যে সংকল্প ছিল তা বিপন্ন হতে চলেছে। আন্তর্জাতিকভাবেও যুক্তরাষ্ট্রের নেতৃত্ব প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে।
‘দ্য হ্যারিস পোল’র মাধ্যমে দু’দফায় এ জরিপ অনুষ্ঠিত হয় ২১ মে থেকে ৩ জুনের মধ্যে। করোনাভাইরাস মহামারির আলোকে এ জরিপে ৩০১৩ জন প্রাপ্তবয়স্ক আমেরিকান অংশ নেন। গত ২৫ মে শ্বেতাঙ্গ পুলিশের হেফাজতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে ফুসে উঠা আন্দোলনের মধ্যে আরেকটি জরিপ চালানো হয়। অংশ নেন প্রাপ্ত বয়স্ক ২০৫৮ জন আমেরিকান।
জরিপে অংশগ্রহণকারিদের ৭২% মনে করছেন, স্মরণকালের ইতিহাসে এমন নাজুক পরিস্থিতিতে আর কখনোই পড়েনি আমেরিকা।
২০১৮ এবং ২০১৯ সালে পরিচালিত একই ধরনের জরিপ চালানো হয়েছিল। আগের তুলনায় এবার হতাশা প্রকাশ করা আমেরিকানদের সংখ্যা ১৬% বেশি।
বিডি প্রতিদিন/ফারজানা