৪ জুলাই, ২০২০ ১৫:৪২

ভারতকে শাস্তি দিচ্ছে চীন, নেপথ্যে বিআরআই

অনলাইন ডেস্ক

ভারতকে শাস্তি দিচ্ছে চীন, নেপথ্যে বিআরআই

চীন প্রস্তাবিত বহুজাতিক প্রকল্প বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) প্রত্যাখান করেছিল ভারত। তাই ভারতে শাস্তি দিতে সীমান্ত নিয়ে বিতর্কের সূত্রপাত করেছে চীন। লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলে সম্প্রতি দুই দেশের মধ্যকার সংঘাত শুরু হওয়ার এটাই মূল কারণ।

মিয়ানমারের সংবাদমাধ্যম The Irrawaddy-কে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন সুইশ সাংবাদিক বার্তিল লিন্টনার। তিনি আরও বলেছেন, করোনা মহামারীর সুযোগ নিচ্ছে চীন। তারা এই মুহূর্তে ইন্দো প্যাসিফিক অঞ্চলে তাদের শক্তি বৃদ্ধি করছে, হংকংয়ে নতুন নিরাপত্তা আইন করেছে, তাইওয়ানের বিমানসীমায় চীনের সামরিক জেট প্রবেশ করেছে। ভিয়েতনাম, ফিলিপাইন ও মালয়েশিয়ার সঙ্গেও চীন দ্বন্দ্বে জড়িয়েছে বলে দাবি করেছেন তিনি। 

সুইশ সাংবাদিক বার্তিল লিন্টনার বলেন, ভারতের চীনের মধ্যে সীমান্তে সংঘাতের মূল কারণ সীমান্ত নয়। এশিয়ার দুই শক্তিশালী দেশের মধ্যে কৌশলগত দ্বন্দ্বই এর মূল কারণ। বিশেষত বিআরআই প্রকল্প প্রত্যাখান করায় চীন ভারতকে শাস্তি দিতে চায়।

সূত্র: দ্য ইকোনমিক টাইমস

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর