৯০ দশকের পরে আবারও নাগোরনো-কারাবাখ নিয়ে প্রতিবেশী আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে সংঘাত শুরু হয়েছে। সংঘাতের প্রথম কয়েকদিন উভয় দেশই কোনো ধরনের আলোচনায় বসতে রাজি না হলেও সংঘাতের ষষ্ঠ দিনে এসে আর্মেনিয়া যুদ্ধ বিরতিতে পৌঁছতে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছে। খবর রিপাবলিক ওয়াল্ড ডটকমের।
খবরে বলা হয়েছে, আর্মেনিয়া সংঘাত নিরসনে আজারবাইজানের সঙ্গে একটি যুদ্ধবিরতিতে পৌঁছাতে আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের সঙ্গে কাজ করতে প্রস্তত রয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, ‘যুদ্ধবিরতিতে পৌঁছানোর লক্ষ্যে মধ্যস্থতাকারী হিসেবে ফ্রান্স, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে আর্মেনিয়া।
এদিকে, শেষ খবর পাওয়া পর্যন্ত দেশ দুটির মধ্যে সংঘর্ষের ঘটনায় নতুন করে ৫৪ জনসহ মোট ১৫৮ সামরিক সদস্যের প্রাণহানি হয়েছে। প্রাণহানি বাড়তে থাকায় আর্মেনিয়ার যুদ্ধবিরতির ইচ্ছা প্রকাশ করেছে বলে দাবি করেছে নাগোরনো-কারাবাখ অঞ্চলের নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর কর্মকর্তারা। অথচ কয়েকদিন আগে দেশটির রাশিয়ারও যুদ্ধ বিরোতির প্রস্তাব নাকচ করে দেয়।
অন্যদিকে, আজারবাইজানের তরফে বলা হয়েছে, চলমান এই সংঘর্ষে তাদের ২০ জনের মতো অসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। বিশেষজ্ঞদের ধারণা নাগোরনো-কারাবাখ নিয়ে সংঘর্ষ অব্যাহত থাকলে এতে দেশ দুটি ছাড়াও অন্য আরও পক্ষও জড়িয়ে যেতে পারে।
উল্লেখ্য, নাগোরনো-কারাবাখ অঞ্চল আন্তর্জাতিকভাবে আজারবাইজানের বলে স্বীকৃত।
বিডি প্রতিদিন/আবু জাফর