করোনাভাইরাসে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের দ্রুত আরোগ্য কামনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এদোগান।
শুক্রবার এক টুইট বার্তায় ট্রাম্প ও মেলানিয়ার সুস্থতা কামনা করেন তুর্কি প্রেসিডেন্ট।
তিনি বলেন,‘আমি আন্তরিকভাবে আশাবাদী যে কোভিড-১৯ থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প দ্রুত সুস্থ হয়ে উঠবেন।’
তিনি বলেন, আমি আশা করি কোয়ারেন্টিনে থাকার সময়গুলোতে যেন ট্রাম্প ও তার স্ত্রীকে কোনো সমস্যায় পড়তে না হয়। যথাসম্ভব দ্রুত তারা সুস্থ হয়ে উঠবেন এবং স্বাস্থ্যগতভাবে আগের স্বাভাবিক অবস্থায় ফিরে আসবেন বলে আমি বিশ্বাস করি।
এর আগে ডোনাল্ড ট্রাম্প নিজেই টুইটে ঘোষণা দেন, তিনি এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন