নারীঘটিত একটি ঘটনায় আলাদা আলাদা দুই ব্যক্তিকে ভুয়া সন্ত্রাসবাদী প্রমাণ করতে ষড়যন্ত্র করেছিলেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার উসমান খোয়াজার ভাই আরসালান খোয়াজা। সেই অপরাধে আগেই গ্রেফতার করা হয়েছিল তাকে। এবার সেই মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। শীঘ্রই সাজা শোনাবে আদালত।
তবে ওই সময় মানসিকভাবে অসুস্থ থাকায় সাজা কিছুটা কম হবে অজি ক্রিকেটারের ভাইয়ের। গতকাল শুক্রবার (২ অক্টোবর) এমনটাই জানানো হয়েছে এক অজি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে। জানা গেছে, নভেম্বরেই জেলে যেতে হবে খোয়াজার ভাইকে।
কয়েক বছর আগে নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের অফিস থেকে একটি ল্যাপটপ ও একটি নোটবুক উদ্ধার করে পুলিশ। ওই ল্যাপটপ ও নোটবুকে তত্কালীন অজি প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল ও তার সহকারী জুলি বিশপকে হত্যার ব্লু প্রিন্ট ছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে। এছাড়া অপেরা হাউস ও বিভিন্ন রেল স্টেশনে সন্ত্রাসবাদী হামলার ছকও কষা ছিল। ল্যাপটপটি ছিল আরসালানের সহকর্মী শ্রীলঙ্কার এক পিএইচডি ছাত্র মোহম্মদ নিজামুদ্দিনের।
পরে জানা যায়, নারীঘটিত বিদ্বেষের কারণে নিজামুদ্দিনকে পুলিশের কাছে সন্ত্রাসবাদী প্রমাণ করতে তার ল্যাপটপে এমন ভুয়া জঙ্গি হামলার ছক কষে রেখেছিলেন খোয়াজার ভাই। একইরকমভাবে আরও এক ব্যক্তিতে ফাঁসিয়েছিলেন খোয়াজার ভাই। সামনে আসে সেই ঘটনার কথাও। এদিকে, গ্রেফতার হওয়ার পর প্রথমবার জামিনে মুক্তি পেলেও পরে ফের একবার গ্রেফতার করা হয় তাকে।
এদিকে, আরসালানের আইনজীবী জানান, আদালতে শুনানির সময়েই কেঁদে ফেলেছিল অভিযুক্ত। নিজের ভুলও সে বুঝতে পেরেছে। ওই ঘটনার জন্য আরসালান অনুতপ্ত। আর সেসময় সে মানসিক রোগেও ভুগছিল।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ