২৫ অক্টোবর, ২০২০ ১৩:০৩

এরদোয়ানের অপমানসূচক মন্তব্যে প্রচণ্ড ক্ষেপেছেন ফরাসি প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক

এরদোয়ানের অপমানসূচক মন্তব্যে প্রচণ্ড ক্ষেপেছেন ফরাসি প্রেসিডেন্ট

রিসেপ তাইয়্যেপ এরদোয়ান (বামে) ও এমানুয়েল ম্যাক্রঁ।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁকে উদ্দেশ্য করে অপমানসূচক মন্তব্য করায় ফ্রান্সে অবস্থানরত তুরস্কের রাষ্ট্রদূতকে জন্য তলব করেছে ফ্রান্স কর্তৃপক্ষ।

উল্লেখ্য, কয়েকদিন আগে মহানবী হযরত মোহাম্মদ (স.)এর ব্যঙ্গচিত্র ব্যবহার করে ক্লাসে শিক্ষাদান করা ইতিহাসের একজন শিক্ষক স্যামুয়েল প্যাটির শিরচ্ছেদ করে এক চেচেন যুবক। এ ঘটনায় উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে লড়াই করতে এবং ধর্মনিরপেক্ষতা রক্ষার প্রতিশ্রুতি ব্যক্ত করেন ইমানুয়েল ম্যাক্রঁ। তিনি বলেছেন, ফ্রান্স ব্যঙ্গচিত্র ত্যাগ করবে না।

এর জবাবে, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁর মানসিক স্বাস্থ্য পরীক্ষা করা প্রয়োজন বলে মন্তব্য করেন তুরস্কের প্রেসিডেন্ট।

তিনি বলেন, “ইমানুয়েল ম্যাক্রঁ কার্যত মানসিক রোগী। তার মানসিক পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন।”

এরদোয়ানের অবমাননাকর এই উক্তিতে প্রচণ্ড ক্ষেপেছেন ফরাসি প্রেসিডেন্ট। 

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর