আর্টন ক্যাপিটাল পাসপোর্ট সূচী অনুসারে কুয়েতি পাসপোর্ট বিশ্বের ৩৬তম স্থানে পৌঁছেছে।
২০২০ সালের আর্টন ক্যাপিটাল পাসপোর্ট সূচী অনুসারে, শক্তির দিক থেকে কুয়েতি পাসপোর্ট বিশ্বের ৩৬তম স্থানে রয়েছে, একই র্যাঙ্কের স্থানে রয়েছে প্যারাগুয়ে এবং সেন্ট লুসিয়ার পাসপোর্ট।
এই র্যাঙ্কের কারনে কুয়েতের পাসপোর্টধারী ভিসা ছাড়া বিশ্বের ১৯৩টি দেশে ভ্রমন করতে পারবে। তথ্য অনুসারে, সংযুক্ত আরব আমিরাত এর পাসপোর্ট ১৪ তম স্থানে যা আরব বিশ্বে র্যাঙ্কের দিক থেকে প্রথম স্থান অর্জন করেছে। এরপরে কাতার বিশ্বের ৩৪ তম স্থানে। এই দিক থেকে কুয়েত তৃতীয় স্থানে আছে। তারপরে বাহরাইন ৪১তম, সৌদি আরব ৪৪তম এবং সুলতানাত আল ওমান ৪৫তম স্থানে রয়েছে।
সূত্র: আরবটাইমস
বিডি প্রতিদিন/ ওয়াসিফ