সংযুক্ত আরব আমিরাতের কাছে ১৮টি অত্যাধুনিক সশস্ত্র এমকিউ-নাইন ‘বি ড্রোন করছে যুক্তরাষ্ট্র। যার বাজার মূল্য ২০৯ কোটি মার্কিন ডলার। গত সপ্তাহে দেশটির কাছে এফ-৩৫ যুদ্ধ বিমান বিক্রির কথা জানানোর পরই এ ঘোষণা দেয়া হলো।
শুক্রবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। ৩৪টি দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা চুক্তি রয়েছে। ট্রাম্প প্রশাসনের অধীনে মিত্রদের কাছে এটাই হবে অস্ত্র সজিজ্জত ড্রোন বিক্রির প্রথম ঘটনা।
মার্কিন ড্রোন কেনার জন্য অনেকদিন ধরে আগ্রহ দেখিয়ে আসছে আমিরাত। গ্রীষ্মেই মার্কিন রফতানিনীতি পরিবর্তন হয়। পরিবর্তিতনীতিতে আবুধাবি হতে যাচ্ছে ওয়াশিংটনের ড্রোন প্রথম ক্রেতা। সামুদ্রিক রাডার সংযুক্ত এমকিউ-নাইন-বি ড্রোন ২০২৪ সালের মধ্যে আমিরাতের কাছে হস্তান্তর করা হতে পারে।
কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে অস্ত্র বিক্রির বিষয়টি জানানোর জন্য অপেক্ষা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আনুষ্ঠানিকভাবে জানানোর পর বিক্রির বিষয়ে আপত্তি জানানোর জন্য ৩০ দিন সময় পাবে কংগ্রেস।
মার্কিন বোয়িং কো সিএ-এইটটিন’জি গ্লোলার্স, দুই সিটের ইলেক্ট্রনিক ওয়ারফার ভার্সন এফ/এ-এইটিন’এফ সুপার হরনেট এয়াক্রাফটের একটি প্যাকেজও চায় আমিরাত।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন