রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্পূর্ণ সুস্থ আছেন- এমনটি জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রপতির দাপ্তরিক বাসভবন ক্রেমলিন।
শুক্রবার বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম খবর ছড়িয়ে পড়ে যে পার্কিনসন রোগে আক্রান্ত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর এ জন্য আগামী বছরের শুরুতেই দায়িত্ব ছাড়তে পারেন তিনি।
এ নিয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ জানান, যে রিপোর্ট প্রকাশিত হয়েছে তা খারিজ করছে প্রেসিডেন্টের অফিস। এই ধরণের খবরের কোনও ভিত্তি নেই। প্রেসিডেন্ট পুতিন একেবারেই সুস্থ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ