১ ডিসেম্বর, ২০২০ ১১:২২

আফ্রিকায় ফ্রান্সের সামরিক ঘাঁটিতে ভয়াবহ হামলা

অনলাইন ডেস্ক

আফ্রিকায় ফ্রান্সের সামরিক ঘাঁটিতে ভয়াবহ হামলা

আফ্রিকার দেশ মালিতে ফ্রান্সের তিনটি সামরিক ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে আল-কায়েদা সমর্থিত একটি ইসলামি গোষ্ঠী। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়, সোমবার সকালে অল্প সময়ের মধ্যে মালির কিদাল, মেনাকা এবং গাও শহরে অবস্থিত তিন ফরাসি ঘাঁটিতে হামলার ঘটনা ঘটে। এখন পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

ফরাসি বাহিনীর মুখপাত্র থমাস রোমিগুয়ের হামলার বিষয়টি নিশ্চিত করেন। এদিকে মেনাকা শহরের মেয়র নানোট কোটিয়া জানান, সামরিক ঘাঁটি এলাকা থেকে বড় ধরনের বিস্ফোরণের শব্দ তিনি শুনতে পেয়েছেন। তবে তিনি বিস্তারিত কিছু বলতে পারেননি।

গাও শহরের এক প্রত্যক্ষদর্শী জানান, ভোর সাড়ে ৫টায় ফরাসি ঘাঁটি লক্ষ্য করে অনেক রকেট হামলা হতে দেখেছেন তিনি। 

এদিকে এক বিবৃতিতে আল কায়েদা জানায়, বিধর্মী ফরাসি সেনাদের ঘাঁটি লক্ষ্য করে ইসলাম ও মুসলিমদের সমর্থনে এই রকেট হামলা চালানো হয়েছে।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর